Lovely Maitra : কখনও পায়ে হেঁটে-কখনও স্কুটিতে, নন্দীগ্রাম ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে লাভলি – lovely maitra visit to nandigram for didir suraksha kavach campaign


West Bengal News : কখনও হেঁটে, কখনও স্কুটিতে। টেলি জগতের জগতের জনপ্রিয় নায়িকা তথা তৃণমূল বিধায়িকা লাভলি মৈত্রকে অন্য মেজাজে দেখল নন্দীগ্রাম। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে এদিন নন্দীগ্রামে হাজির হন সোনারপুর দক্ষিণের বিধায়িকা। প্রিয় তারকাকে সামনাসামনি দেখতে, শুভেচ্ছা বিনিময় করতে এগিয়ে এলেন অনেকেই।

Didir Doot : আলিপুরদুয়ারে বিক্ষোভের মুখে ‘দিদির দূত’! সামলাতে ছুটলেন খোদ জেলাশাসক
একদিকে যখন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমীর অনুষ্ঠানে মানুষের সঙ্গে মিলিত হয়ে পূজার্চনা ও শোভাযাত্রায় অংশ নিয়েছেন। ঠিক তখনই নন্দীগ্রামে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে অংশ নিয়ে নন্দীগ্রাম দাপিয়ে বেরালেন বিধায়ক লাভলি মৈত্র। প্রখর রোদকে উপেক্ষা করে এদিন নন্দীগ্রামের সোনাচূড়ায় উপস্থিত হন লাভলি মৈত্র।

নন্দীগ্রামের সোনাচূড়ায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সমর্থনে নন্দীগ্রামের অতি প্রাচীন মন্দির সোনাচূড়া মা সিংহবাহিনী মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ, জেলা কমিটির সদস্য সবুজ প্রধান, পঞ্চায়েত প্রধান গীতা রানী মন্ডল উপপ্রধান কালী কৃষ্ণপ্রধান সহ বিভিন্ন নেতৃত্ব এবং কর্মী সমর্থক।

Suvendu Adhikari : ‘নিজের ক্ষমতা জাহির করছেন’, মহিষাদল থেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল বিধায়কের
এদিন লাভলি মৈত্রকে কর্ম সমর্থকদের সঙ্গে সুসজ্জিত স্কুটি চালিয়ে যেতে দেখা যায়। আবার বেশকিছুটা পথ পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। মাঝে মাঝে পথ সভাও করেন। রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরনে। এদিন দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে নন্দীগ্রামের মানুষের ভিড় ছিল দেখার মতো।

গত ১১ জানুয়ারি থেকে রাজ্যে শুরু করা হয় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। বিধায়ক, সাংসদ, সভাধিপতি সহ তৃণমূল নেতা কর্মীরা নিজেদের কেন্দ্রে জনসংযোগ শুরু করেন। এই কর্মসূচির মাধ্যমে মূলত জনসংযোগ এবং মানুষের সুবিধা-অসুবিধাকে চিহ্নিত করার প্রয়াসে রাজ্যের শাসক দল বাড়ি, বাড়ি পরিক্রমা করবে বলে সিদ্ধান্ত নেয় রাজ্যের শাসক দল।

Didir Doot : ‘আপনারা তো ভাগাড়ে থাকেন…!’ বেহাল রাস্তার জন্য বিয়ে বন্ধ গ্রামে, বিধায়কের সামনে ক্ষোভ গ্রামবাসীদের
সামাজিক সুরক্ষা, শিক্ষা, আবাস, স্বাস্থ্য, খাদ্য এবং উপার্জন মিলিয়ে এই ৬ টি ক্ষেত্রে ১৫ টি প্রকল্প ব্যাপারে প্রচার শুরু করা হয়। সাধারণত, নিজেদের লোকসভা ও বিধানসভা কেন্দ্র অনুযায়ী শীর্ষ নেতৃত্ব গ্রামে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীকালে নিজের জেলা বা কেন্দ্রের পাশাপাশি অন্যান্য কেন্দ্রেও তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বকে পরিক্রমা করতে দেখা যায়।

তেমনই এদিনও সোনারপুর কেন্দ্র থেকে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম আকর্ষণীয় কেন্দ্র নন্দীগ্রামে গিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় লাভলি মিত্রকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *