Mamata Banerjee Abhishek Banerjee : ‘তোর ঘরে আবার এজেন্সি পাঠাবে’, অভিষেককে মমতা – mamata banerjee slams ed cbi from dharna mancha


এই সময়: ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার এই কেন্দ্রীয় এজেন্সিগুলি তাঁর নিজের বাড়ির মেয়েদেরও তলব করছে বলে খোলাখুলি অভিযোগ জানালেন মমতা।

Amit Shah Sukanta Majumdar : শাহের সঙ্গে কথা সুকান্ত, সৌমিত্র খাঁ-র
বুধবার রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে কেন্দ্রের বিরুদ্ধে ৩০ ঘণ্টার ধর্নায় বসেছেন তৃণমূলনেত্রী। এ দিন বিকেলে সেই ধর্নামঞ্চে ভাষণ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার পরে একই মঞ্চে মমতা বলেন, ‘একটু আগে অভিষেক বলছিল। ওকে বললাম, তোর বাড়িতে আবার কাল সিবিআই-ইডি পাঠাবে। আমাদের পাঠায় পাঠাক। ইতিমধ্যে আমাদের ঘরের মেয়েদের ডেকে পাঠাতে শুরু করেছে। কোন স্তরে নেমেছে!’ যদিও কোন মামলায়, কাকে সিবিআই ডেকেছে, তা খোলসা করেননি মমতা।

Mamata Banerjee : ‘চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাতরা ডিএ মঞ্চে গিয়ে বসে আছে’, মন্তব্য মমতার
এ দিনই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দলীয় কর্মীদের চাঙ্গা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কার্যত ভবিষ্যদ্বাণী করেন। সেখানে তিনি টেনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে বিজেপির পাল্টা ধর্নামঞ্চে সুকান্তর দাবি, ‘অমিত শাহের সঙ্গে আমাদের কথা হয়েছে। আপনাদের আশ্বস্ত করছি, সব চোর জেলে যাবে। একটা চোরও বাইরে থাকবে না।’ বিজেপি নেতৃত্বের প্রশ্ন, রাজ্য সরকার কেন এখনও দিল্লিকে কেন্দ্রীয় প্রকল্পগুলির খরচের হিসেব পাঠাচ্ছে না?

Mamata Banerjee : তৃণমূলনেত্রীর ধর্না নিয়েও চাপানউতোর
তৃণমূলনেত্রী এ দিন ইডি-সিবিআইয়ের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বিজেপি কী ভাবে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে সংস্থাগুলিকে দেশের সর্বত্র ব্যবহার করছে, কার্যত সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অন্যদিকে, পাল্টা ধর্নামঞ্চ থেকে বিজেপি নেতারা ইডি-সিবিআইয়ের তৎপর হওয়ার ভবিষ্যদ্বাণী করে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা চালিয়েছেন। যার সূত্রে অনেকের মতে, পারস্পরিক চাপান উতোরে কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকাকেও হাতিয়ার করেছেন দু’দলের রাজনৈতিক নেতৃত্ব।

Bharatiya Janata Party : ৪০০ পার-এর লক্ষ্যে বঙ্গে ২৫ প্লাস, দাবি পদ্মর
মমতা এদিন বলেন, ‘অখিলেশ যাদব, লালুপ্রসাদ যাদব, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়াল, স্ট্যালিন, কেসিআর – সবাই চোর? আর তোমার বিজেপি সাধু?’ কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের কার্যত সতর্ক করে বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন – বিজেপি চিরকাল দিল্লির মসনদে থাকবে না। ক্ষমতার পরিবর্তন হবে। তখন সব কিছুর হিসেব হবে। মমতার কথায়, ‘যাঁরা আজ ইডি সিবিআইয়ের হয়ে বাড়াবাড়ি করছেন, তাঁদের বলছি, আগে এই সংস্থাগুলি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। মনে রাখবেন, আপনাদের চাকরি-জীবন পড়ে আছে। আমরা আইন দিয়ে আইন বুঝে নেব।’

BJP West Bengal : ‘দিদিগিরি চলবে না… হিসেব দিতেই হবে’, চরম হুঙ্কার দিলীপের
হামেশাই ইডি-সিবিআইকে হাতিয়ার করে তৃণমূল নেতানেত্রীদের হুঁশিয়ারি দিতে দেখা যায় রাজ্য বিজেপি নেতাদের। তাঁদেরও এ দিন জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্নামঞ্চ থেকে তিনি বলেন, ‘কোনও এক বাবু বলে বেড়াচ্ছে, তুই আমার বিরুদ্ধে কথা বলছিস, কাল সিবিআইকে তোর বাড়িতে পাঠাচ্ছি। কী বলব এদের? চুনো মাছ, নাকি পুকুরের গুগলি?’ নাম না-করলেও তাঁর ইঙ্গিত শুভেন্দু অধিকারীর দিকেই বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

Mamata Banerjee News : ধরনার পরেই শুভেন্দুর জেলায় মমতা, যাবেন দিঘাতেও
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। মঙ্গলবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাংলার বিজেপি সাংসদরাও শাহের সঙ্গে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই বৈঠক প্রসঙ্গে সুকান্ত এ দিন বলেন, ‘দু’দিন আগেই শুভেন্দুদা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছিলেন। মঙ্গলবার আমরা সাংসদরা অমিতজির সঙ্গে দেখা করে এসেছি। তাঁর সঙ্গে সব বিষয়ে কথা হয়েছে। তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গেও আমার আলোচনা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *