Primary Teacher Recruitment : প্রাথমিক পর্ষদের অফিসে ফের ইডি – ed officials again conducted a vigorous search at the office of the board of primary education


এই সময়: সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বুধবার ফের তল্লাশি চালালেন ইডি-র আধিকারিকরা। এ দিন সকালে প্রথমে পর্ষদের অ্যাকাউন্টস বিভাগের এক ক্লার্কের সল্টলেকের এসি ব্লকের দু’টি বাড়িতে তল্লাশি চালায় ইডি। নিয়োগ দুর্নীতিতে বারবারই ওই কর্মীর নাম উঠে আসছিল। ২০১৪ সালের টেট পরীক্ষা এবং ২০১৬-‘১৭ ও ২০২০-‘২১ সালের নিয়োগ-ইন্টারভিউয়ের বিভিন্ন বিষয়ে জানতেই ইডি এ দিন তল্লাশি শুরু করেছিল।

WB Recruitment Scam : অয়ন সূত্রে ৩২ অ্যাকাউন্টে নজর
তার পর দুপুর গড়িয়ে বিকেল হতেই ইডি-আধিকারিকদের একটি টিম বিধাননগরে আচার্য প্রফুল্ল ভবনে পর্ষদের অফিসে পৌঁছয়। পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে টেট পরীক্ষা ও ইন্টারভিউয়ের পাশাপাশি ডিএলএডে অনলাইনের বদলে অফলাইনে ভর্তি নিয়েও নানা অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সূত্রের খবর, ইডি-র আধিকারিকরা পর্ষদের ওই কর্মীর বাড়ি থেকে যে সব নথি পান, তার ভিত্তিতে তাঁরা পর্ষদের অফিসে গিয়েছিলেন সব কিছু মিলিয়ে দেখতে।

Ayan Seal Promoter : ডাস্টবিন থেকে উদ্ধার চাকরিপ্রার্থীদের তালিকা! প্রকাশ্যে অয়নের আরও কীর্তি
তদন্তকারী সংস্থাকে পর্ষদের তৎকালীন অ্যাডহক কমিটির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করার নির্দেশ ইতিমধ্যে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। প্রয়োজনে ৮০ বছরের এক বৃদ্ধ ছাড়া বাকি সদস্যদের হেফাজতে নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই এ দিন ইডি-র এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। ইডি সূত্রে দাবি, ওই কর্মীর সঙ্গে প্রাক্তন পর্ষদ সভাপতির যথেষ্ট সখ্য ছিল।

Santanu Banerjee : ‘সব জানতে পারবেন’, আদালতে ঢোকার পথে বিস্ফোরক শান্তনু
আবার পর্ষদের অন্য এক প্রাক্তন কর্তার ব্যবহারেও ডিপিএসসি-র একাধিক চেয়ারম্যান বেশ অসন্তুষ্ট। কারণ, নিয়োগ সংক্রান্ত নানা বিষয়েই তিনি প্রার্থীদের স্ক্যান্‌ড সই ই-মেল করে ডিপিএসসি চেয়ারম্যানদের পাঠান। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মুখে পর্ষদের ওই প্রাক্তন আধিকারিক ওই ই-মেল পাঠানোর কথা বেমালুম অস্বীকার করছিলেন। শেষমেশ সেই নথিও তদন্তকারীরা পাওয়ার পর ওই প্রাক্তন কর্তা বিষয়টি স্বীকার করে নিতে বাধ্য হন বলে সূত্রের খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *