Rainfall Alert: ভ্যাপসা গরম থেকে মুক্তি, রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা – west bengal weather update cloudy sky with heavy rainfall and thunderstorm alert


West Bengal Weather Update: ফের বদলাতে চলেছে আবহাওয়া। রাজ্যে বাড়তে চলেছে ঝড় বৃষ্টি। দিন কয়েক বৃষ্টির দাপট কম থাকলেও, শুক্রবার থেকে রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মূলত আকাশ থাকবে মেঘলা। বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও বৃষ্টি হলেও নেই স্বস্তি। দিনভর ভ্যাপসা গরমে তৈরি হবে অস্বস্তি।

Ram Navami : রামনবমীতে শান্তি বিঘ্নিত করলে কঠোর পদক্ষেপ, বার্তা মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের আবহাওয়ার হাল হকিকত

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলের জেলায় এদিন বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হাওড়া ও দুই ২৪ পরগনাতে। এছাড়াও রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে।

অন্যদিকে বৃষ্টি হলেও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থিকর গরম অনুভব করবেন দক্ষিণবঙ্গবাসী। আগামীকাল থেকে ক্রমশ ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশিরভাগ জেলাতে শুক্রবার ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি । এই স্পেলের দুর্যোগ চলবে সপ্তাহান্তের পুরোটা ধরেই।

DA News Today: শহিদ মিনারে সভামঞ্চের কাছে ডিএ আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতাতে এদিন দিনভর থাকবে আংশিক মেঘলা আকাশ। দুপুরের পর ঘন মেঘে ঢাকতে পারে তিলোত্তমা। তবে দিনভর গুমোট আবহাওয়া থাকবে শহরে। অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৮৭ শতাংশ। বুধবার ছিটেফোঁটা বৃষ্টিতে
ভিজেছে শহর।

Rashbehari Fire Accident : রাসবিহারীর রেস্তরাঁয় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আজ থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। মালদা ও দুই দিনাজপুরের নিচের দিকে জেলাগুলিতে আজ শুষ্ক আবহাওয়া। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *