রাজনৈতিক ময়দানে তৃণমূল-বিজেপি সংঘাতের কথা সকলেরই জানা। এই অবস্থায় রামনবমী মিশিয়ে দিল দুই যুযুধান প্রতিপক্ষকে। আজ রামনবমী। গোটা দেশে পালন হচ্ছে এই উৎসব। গোটা দেশের মতো বীরভূমের দুবরাজপুরেও রাম নবমী উপলক্ষে মিছিল বের হয়। এদিন বীরভূমের দুবরাজপুরে রামনবমীর যৌথ শোভাযাত্রা করে তৃণমূল-বিজেপি।
দুবরাজপুরে আয়োজিত রামনবমীর মিছিলে স্থানীয় বিজেপি বিধায়ক অনুপ সাহা, দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, শহর তৃণমূলের সভাপতি স্বরূপ আচার্যসসহ তৃণমূল কাউন্সিলরদের একসঙ্গে হাঁটতে দেখা গেল। দীর্ঘদিন ধরে তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ করে এসেছে বাম-কংগ্রেস। এদিন আরও একবার সেই অভিযোগই তুলেছে বিরোধীরা।
দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা এই প্রসঙ্গে বলেন, “প্রত্যেক বছর রামনবমী সমিতির উদ্যোগে এই শোভাযাত্রা আয়োজিত হয়। গোটা শহরের অনেক মানুষ এই মিছিলে পা মেলাচ্ছেন। রামচন্দ্রের কাছে প্রার্থনা করি যে বাংলা যাতে উন্নতি করতে পারে। শ্রীরামচন্দ্র সকলের। সেই কারণে সকলের একসঙ্গে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে হাঁটা উচিৎ। রামচন্দ্র দেশে প্রথম রাম রাজত্ব চালু করেছিলেন। সেই কারণে সকলের এই মিছিলে পা মেলানো উচিৎ।”
অন্যদিকে এই প্রসঙ্গে দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, “এটা বিজেপি কোনও কর্মসূচি নয়। হিন্দু ধর্মের অবতার রামচন্দ্রের জন্মদিন। বহুদিন ধরেই দুবরাজপুর শহরে এই মিছিল পালিত হয়। হিন্দু হিসেবে আমরা এখানে অংশগ্রহণ করেছি। এই মিছিলের কোনও রং নেই। বিজেপির স্থানীয় বিধায়কও এখানে আসতেই পারতেন। বিভিন্ন সাধু-সন্তরাও এখানে রয়েছে। হিন্দু ধর্মের যে কেউ এখানে আসতে পারে, হাঁটতে পারে। এই মিছিলের মধ্যে রাজনীতি খুঁজতে যাওয়া ভুল হবে। এমন কোনও ব্যাপার এখানে নেই।”