Ram Navami 2023 : রাম নবমীর শোভাযাত্রায় DJ-র তাণ্ডবের অভিযোগ, মানতে নারাজ উদ্যোক্তারা – complaint against dj used without permission at ram navami procession at hooghly


West Bengal News : পাণ্ডুয়া থেকে তালডাঙা রামনবমীর শোভাযাত্রায় DJ-র তাণ্ডবের অভিযোগ। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছে শব্দ দূষণ বিরোধী মঞ্চ। প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আর্জি জানানো হয়েছে। নিয়ম বিরুদ্ধ কাজ হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চন্দননগর পুলিশ। DJ বাজানো হয়নি, মাইক বাজানো হয়েছে বলে জানিয়েছে শোভাযাত্রার উদ্যোক্তারা।

রামনবমী উপলক্ষে হুগলি জেলার বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের হয়। বিশ্ব হিন্দু পরিষদ, রামনবমী কমিটি, হিন্দু জাগরন মঞ্চ সহ বিভিন্ন সংগঠন থেকে শোভাযাত্রা বের করা হয় এদিন। পাণ্ডুয়ার খন্যান থেকে বৈঁচি বেরেলা পর্যন্ত বিশাল শোভাযাত্রার আয়োজন করে উদ্যোক্তারা।

Ram Navami : রামনবমীতে শান্তি বিঘ্নিত করলে কঠোর পদক্ষেপ, বার্তা মুখ্যমন্ত্রীর
পাণ্ডুয়ার শোভাযাত্রায় অস্ত্র না থাকলেও DJ-র দাপট ছিল দেখার মত বলে অভিযোগ স্থানীয়দের। বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষ্যে মগড়াতেও তিনটি শোভাযাত্রা বের হয়। চুঁচুড়া শহরেও রামনবমীর একাধিক শোভাযাত্রায় দেখা যায় DJ বাজতে। রবীন্দ্র নগর থেকে জিটি রোড হয়ে খাদিনা মোর ঘুরে তোলাফটক দিয়ে ঘরির মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে।

সেই শোভাযাত্রায় স্থানীয় BJP নেতৃত্ব উপস্থিত ছিলেন। DJ-র তালে উল্লাসে মাতে আট থেকে আশি বলে জানানো হয়েছে। তবে কোনও DJ বাজানো হয়নি BJP হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, সব সনাতনি এক হয়ে পথে নেমেছে।

Ram Navami 2023 : রাতের অন্ধকারে রামনবমীর পতাকা-ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ! তুমুল উত্তেজনা আরামবাগে
আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চাই। শ্রীরাম এমন একজন রাজা ছিলেন, যিনি প্রজাদের ভালোবাসতেন সব করতেন। সেই রামের খোঁজ চলছে। তবে DJ-র তাণ্ডব প্রসঙ্গে BJP সভাপতি বলেন, “DJ কী আমি জানি না। কয়েকটি মাইক বেজেছে।” রবীন্দ্র নগরে শোভাযাত্রা শুরু হওয়ার সময় DJ বক্স বাজানো বন্ধ করার চেষ্টা করেও ব্যার্থ হয়।

বাজি ও DJ বক্স বিরোধী মঞ্চের সাধারণ সম্পাদক গৌতম সরকার বলেন, রামনবমীর মিছিলে DJ বাজতে পারে এই আশঙ্কা ছিল। সেই আশঙ্কা সত্যি হল। DJ বাজল দেদার। আগে থেকে পুলিশকে লিখিত আবেদন করেছিলাম আমরা। পরিবেশ দফতরের নির্দেশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যা হবার তাই হল। জনবহুল এলাকায় শব্দ সীমা ছাড়িয়ে গেল।

Ram Navami 2023 : রামনবমীর মিছিলে তৃণমূল-বিজেপির হাতে হাত! কেষ্টহীন বীরভূমে অবাক করা দৃশ্য
তিনি আরও জানান, একটা DJ বাজলে ২৫০-৩০০ ডেসিবেল শব্দ হয়। আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক। চন্দননগর পুলিশ সূত্রে খবর, DJ-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক পুলিশ কর্তা জানান, বেআইনি কিছু হয়ে থাকলে সেটা দেখা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *