Sabooj Sathi Cycle : সবুজ সাথীর সাইকেলের জন্য নেওয়া হচ্ছে ৫০ টাকা! বিতর্ক চন্দ্রকোণার স্কুলে – parents complain for taking fifty rupees for sabuj sathi cycle from students in chandrakona


West Bengal News : সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেতে হলে গুনতে হবে ৫০ টাকা। অদ্ভুত ফরম্যান স্কুলে। রাজ্য সরকারের অন্যতম আকর্ষণীয় প্রকল্পগুলির মধ্যে একটি সবুজ সাথী। স্কুলছুট কমাতে রাজ্য সরকারের এই প্রকল্প অনেকাংশেই প্রশংসনীয়। ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তার মাঝেই সাইকেলের জন্য টাকা চাওয়ায় ঘটনায় বিতর্ক পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায়।

ছাত্র-ছাত্রীদের সবুজ সাথীর সাইকেলেও দুর্নীতির অভিযোগ জেলায়। স্কুল থেকে সাইকেল নিতে হলে ছাত্র-ছাত্রীদের দিতে হবে ৫০ টাকা করে। টাকা না দিলে সাইকেল পাবে না বলে সাফ জানিয়ে দিচ্ছেন স্কুলের টিআইসি ও শিক্ষকরা বলে অভিযোগ। এমনই ঘটনা চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের মহেশপুর উচ্চ বিদ্যালয়ে।

Nadia School : উচ্চ মাধ্যমিক চলাকালীন হইচই করে ভাত-মাংস সহযোগে শিক্ষকদের ‘লাঞ্চ পার্টি, বিতর্ক নদিয়ার স্কুলে
বুধবার থেকে মহেশপুর উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে সবুজ সাথীর সাইকেল। আর সেই সাইকেল নিতে গেলে দিতে হচ্ছে ৫০ করে টাকা। এমনই অভিযোগ করল বেশ কিছু ছাত্র-ছাত্রীরা। গতকালকের টাকা নেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা গেটের সামনে বেশ কিছুক্ষণ আন্দোলন করেন।

যদিও টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন স্কুলের টিআইসি ঝন্টু কুমার রায়। অভিভাবকরা জানান, বেশ কিছুক্ষণ ছাত্রছাত্রীরা স্কুল গেটের সামনে আন্দোলন করলে স্কুলের প্রধান শিক্ষক তাদের নিয়ে যায় স্কুলের ভেতর। এই টাকা নেওয়ার প্রসঙ্গটি আজ ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা স্থানীয় BDO-কেও জানিয়েছেন বলে তাঁরা জানান।

Higher Secondary Examination : টুকলি করতে বাধা দেওয়ায় প্রতিবাদে ভাঙচুর পরীক্ষার্থীদের! বিশৃঙ্খলা রুখতে আসরে পুলিশ
সংবাদ মাধ্যম স্কুলে পৌঁছতেই টাকা নেওয়ার প্রসঙ্গটি নিয়ে হইচই পড়ে যায় স্কুলে। পরে ছাত্র-ছাত্রীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান হয়। তবে এর পেছনে কার হাত রয়েছে? সেটাই এখন দেখার বিষয়। টাকার চাওয়ার বিষয়টিতে কি জড়িয়ে স্কুলের শিক্ষকরা? প্রশ্ন তোলেন অভিভাবকরা।

যদিও এই বিষয়ে চন্দ্রকোণা দু’নম্বর ব্লক এর BDO অমিত ঘোষ বলেন, “সবুজ সাথী প্রকল্পের সাইকেলের জন্য টাকা নেওয়ার বিষয়টি ছাত্র-ছাত্রীরা জানিয়েছে। আমি বিষয়টি দেখছি।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই হাওড়া জেলার ডোমজুড় এলাকার একটি স্কুল থেকেও একইরকম অভিযোগ উঠে আসে। হাওড়ার ডোমজুড়ে (Domjur) কলোড়া হাইস্কুলে সবুজ সাথী প্রকল্পে সাইকেল নেওয়ার জন্য ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে। বিক্ষোভ দেখান অভিভাবকরা।

Purulia School : স্কুলে নিয়মিত আসেন না শিক্ষক, মিড ডে মিলও জোটে কালেভদ্রে! প্রতিবাদ করতেই ‘ফোঁস’ মাস্টারমশাইয়ের
অথচ, বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত শিক্ষিকা ও পরিচালন কমিটির সদস্যরা। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান হয় স্কুলের ম্যানেজিং কমিটির তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *