Tiljala Minor Girl Murder case: তিলজলাকাণ্ডের পর বাড়ল পুলিসি তৎপরতা, থানায় থানায় নয়া নির্দেশিকা লালবাজারের


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিলজলার ঘটনার পর আরও এক নয়া নির্দেশকা লালবাজারের। প্রত্যেক নাবালক-নাবালিকাদের মিসিং, অপহরণের সংক্রান্ত তথ্য প্রতিদিন জানাতে হবে লালবাজারে। হেডকোয়ার্টারের তরফে পাঠানো নির্দেশে বলা হয়েছে, প্রতিদিন বিভিন্ন থানায় নাবলাকদের নিখোঁজ-অপহরণ সংক্রান্ত যে অভিযোগ জমা পড়ে তা একত্রিত করে তালিকা প্রতি ডিভিশনকে প্রতিদিন সকাল ৬ টার মধ্যে লালবাজার ক্রাইম কন্ট্রোলের ওসিকে পাঠাতে হবে। প্রত্যেক থানার অতিরিক্ত ওসিকে নোডাল অফিসার করা হয়েছে। যাঁরা প্রতিদিন দায়ের হওয়া নাবালক-নাবালিকাদের নিখোঁজ তালিকা তৈরি করে ডিসি অফিসে পাঠাবেন। ডিসি অফিস সব থানার তালিকা একত্রিত করে লালবাজারে পাঠাবেন। 

আরও পড়ুন, Kuntal Ghosh: ‘জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে এজেন্সি’, বিস্ফোরক দাবি কুন্তলের

এদিকে তিলজলার ঘটনার তদন্তে শুক্রবার কলকাতায় পৌঁছচ্ছে এনসিপিসিআর-এর চেয়ারপার্সনের নেতৃত্বাধীন ২ সদস্যের টিম। ওইদিন দুপুর আড়াইটেয় কলকাতা এয়ারপোর্টে পৌঁছবেন এনসিপিসিআর-এর চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুঙ্গ। এয়ারপোর্ট থেকেই রওনা হবেন তিলজলার উদ্দেশ্যে। শুক্রবার রাতেই চেয়ারপার্সন প্রিয়াঙ্কা কানুঙ্গর নেতৃত্বাধীন ২ সদস্যের টিম রওনা হবে মালদার উদ্দেশ্যে। তিলজলার ঘটনায় শিশু অধিকার রক্ষা কমিশনের পাশাপাশি, সুয়োমোটো রিপোর্ট নিচ্ছে মহিলা কমিশনও। ইতিমধ্যেই মহিলা কমিশনের এক সদস্যকে ওই শিশুটির বাড়ি পাঠানো হয়েছিল। তিনি রিপোর্ট পাঠানোর পরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। 

স্ত্রীর গর্ভপাত এড়াতেই তান্ত্রিকের কথায় শিশু খুন করে অলোক কুমার নামে এক ব্যক্তি। এমনকী শিশুর মাথা, কান, শরীরে আঘাতের চিহ্ন মেলে। লিসি জেরায় ধৃত অলোক কুমার জানিয়েছে, প্রথমে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে সে। তারপর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে শিশুটিকে খুনের চেষ্টা করে। শিশুটিকে ধর্ষণ করার কোথাও জানিয়েছে সে। এরপরই তিলজলায় নাবালিকা খুনে রণক্ষেত্রে চেহারা নেয় বন্ডেল রোড। তিলজলায় শিশু খুন কাণ্ডে বন্ডেল গেটে রেল অবরোধ করে এলাকাবাসীর। ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টিও করে ক্ষিপ্ত জনতা। 

আরও পড়ুন, অয়ন শীলের নয়া কীর্তি! নিয়োগ দুর্নীতিতে যোগ্য প্রার্থীর বিস্ফোরক অভিযোগ…

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *