অর্ণবাংশু নিয়োগী: কলকাতায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। আইনমন্ত্রী মলয় ঘটককে তাঁর অনুরোধ, ‘দেখুন না বার অ্যাসোসিয়েশনকে যদি দলগত রাজনীতির বাইরে রাখা যায়’।
একসময়ে কলকাতা হাইকোর্টেরই বিচারপতি ছিলেন দীপঙ্কর দত্ত। এদিন রাজ্য বার অ্য়াসোয়িয়েশনে আমন্ত্রণে শহরে এসেছিলেন তিনি। সঙ্গে সুপ্রিম কোর্টের আর এক বিচারপতি অনিরুদ্ধ বোস। হাইকোর্টের সার্ধশতবর্ষ ভবনের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: চোখের নিমেষে চেক-ইন! বিমানযাত্রীদের জন্য সুখবর, কলকাতাতেও এবার ডিজিযাত্রা
দেড় বছরের কার্যকাল শেষ। আজ, শুক্রবার অবসর নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন বিচারপতি টিএস শিবজ্ঞান। তাঁকে সংবর্ধনা দেওয়া হল। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও।
অনুষ্ঠান বিচারপতি দীপঙ্ক দত্ত বলেন, মলয় ঘটকে অনুরোধ করব, দেখুন না বার অ্যাসোসিয়েশনকে যদি দলগত রাজনীতির বাইরে রাখা যায়। সারা রাজ্য় পড়ে আছে ক্ষমতার রাজনীতি করার জন্য। বারে রাজনীতি করতে গেলে সেটা যেন আদর্শগত হয়’।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)