বিধান সরকার: কোমরের সমস্য়ায় ভুগছেন? চিকিৎসকের পরামর্শেই ঘরের মেঝেতে এক মানুষ সমান গর্ত খুঁড়ে ফেললেন ভাড়াটিয়া, তাও বাড়ির মালিককে না জানিয়েই! আজবকাণ্ড হুগলির উত্তরপাড়ায়।
জানা গিয়েছে, উত্তরপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিংকু চক্রবর্তী। তাঁর বাড়িতে ভাড়া থাকেন কৃষ্ণ প্রসাদ সাউ। বাড়ির মালিকের দাবি, কয়েকদিন বাইরে গিয়েছিলেন তিনি। সেই সুযোগেই নাকি ঘরের মেঝে বিশাল গর্ত খুঁড়েছেন কৃষ্ণ! কীভাবে? রিংকুর অভিযোগ, বাইরে থেকে লোক ডেনে বাড়িতে এই গর্ত খুঁড়িয়েছেন তাঁর ভাড়াটিয়া। অথচ তাঁকে কিছুই জানানো হয়নি! কেন? উদ্দেশ্য সৎ নয় বলেই অভিযোগ।
অভিযুক্ত কৃষ্ণ প্রসাদ সাউদের সাফাই, তাঁর কোমর ভাঙা। কলকাতার এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসক নাকি গর্ত করে থাকতে বলেছেন! ছেলে অশ্বিনী সাউ আবার তৃণমূলের যুব নেতা। তিনি জানিয়েছেন, ‘বাবার কিছু শারীরিক সমস্যা রয়েছেন। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন’। বাড়িতে গর্ত কেন? সে বিষয়ে অবশ্য কোনও সদুত্তর দিতে পারেননি অশ্বিনী।
আরও পড়ুন: Howrah Hospital: প্রসূতির মৃত্যুতে নার্সিংহোমকে বিপুল অংকের জরিমানা স্বাস্থ্য কমিশনের…
এদিকে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক রিংকু চক্রবর্তী। বাড়িটি সিল করে দিয়ে গিয়েছে পুলিস। ঘটনাকে কেন্দ্র তুমুল চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)