Anwesha Mondal Singer : রাস্তায় রাস্তায় গান করা থেকে কল সেন্টারে কাজ! জানুন ‘সুপার সিঙ্গার’ অন্বেষার লড়াইয়ের কাহিনি – anwesha mondal transgender singer from purulia take a look at super singer contestant journey


‘হাত বান্ধিবি পা বান্ধিবি, পা বান্ধিবি…’, গান শুনে আবেগঘন বিচারক আসনে বসা শান। গান শুনতে শুনতে একাধিকবার মুগ্ধ কণ্ঠে ‘বা’ বলতে শোনা গিয়েছে তাঁকে। রূপান্তরকামী অন্বেষা ভেঙেছেন বহু ছক। পুরুলিয়ার এই কন্যা সম্প্রতি একটি বাংলা রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছিলেন। আর সেখানে তাঁর কণ্ঠে রীতিমতো আপ্লুত বিচারকরা।

Arijit Singh : বার্সা মজল অরিজিতের সুরে, মেসির প্রাক্তন হোম গ্রাউন্ডে ‘ইতিহাস’ বাঙালি গায়কের
সুমন থেকে কী ভাবে অন্বেষা হয়ে ওঠা?

সুমন মণ্ডলদের পারিবারিক বাড়ি ছিল কলকাতার সোনারপুরে। বাবার চাকরি সূত্রে পুরুলিয়ার আদ্রা এলাকার রেল কোয়ার্টারে তাঁর জন্ম এবং বড় হয়ে ওঠা। পড়াশোনাও করেন সেখান থেকেই। তিনি বলেন, “ছোটবেলায় দিদি আমাকে মেয়ে সাজিয়ে দিত। পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের অনুভূতিগুলো আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি। বুঝতে পারি আমি নারীসত্ত্বার প্রতি আকৃষ্ট। মন থেকে আমি একজন নারী।”

Tripura News: ভাঙা গিটারে শুরু, মাঝ আকাশে গান, নতুন স্বপ্ন দেখাচ্ছে ‘মেঘবালিকা’-রা
পৈতৃক বাড়ি কলকাতায় হলেও তাঁর বাবা চাকরি জীবনের পরেও পুরুলিয়াতেই থেকে যান। এদিকে সুমন মনেপ্রাণে নারী হতে চেয়েছিলেন। গান আঁকড়ে বেঁচে থাকা ছেলেটা নতুন পথে পা বাড়ানোর সময় সমাজের বাঁকা চোখের পরোয়া করেননি। অপারেশনের জন্য টাকা জমিয়েছিলেন নিজেই। সুমন ধীরে ধীরে হয়ে উঠেছিলেন অন্বেষা।

অন্বেষা বলেন, “লোক শিল্প বা বাউল গানের প্রতি আমার ঝোঁক বরাবরই ছিল। আর গানের সাধনা করেই জীবন কাটানোর লক্ষ্য।”

IIT Jam 2023 : IIT জ্যাম-এ চোখ ধাঁধানো ফল পুরুলিয়ার কৃষক সন্তানের, সাফল্যের রহস্য ফাঁস কৃতী সোমনাথের
অন্বেষার পাতানো দিদি তথা অভিভাবক পুরুলিয়ার মৌসুমী কোলে বলেন, “অপারেশন করার পর ওর কাছে হাত খরচ চালানোর টাকাও ছিল না। কল সেন্টারে কাজ করে, ছোটখাটো শো করে ও নিজের খরচ চালিয়েছে।”

এরপর ডিসেম্বর মাসে জীবনের মোড় ঘোরে অন্বেষার। তিনি স্টার জলসার একটি রিয়্যালিটি শোয়ে গান করার সুযোগ পান। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই শোয়ে তাঁর কণ্ঠ মন ছুঁয়ে যায় দর্শকদের। হাজার সমালোচনা, নিন্দা, কটাক্ষ, নিন্দুকদের মনে একখানা সুরেলা চুমুর মতো।

Yashpal Sharma : গ্যালিফ স্ট্রিটে ‘গঙ্গাজল’ খ্যাত অভিনেতা, পোষ্য়দের টান ছাড়াও কি রয়েছে অন্য কিছু?
অন্বেষার কথায়, “এই লড়াইয়ের পথ একেবারেই সহজ ছিল না। অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে। কলকাতায় বন্ধু মহলে অনেক সাহায্য পেয়েছি। তবে আমি মনে করি কেউ তাঁর লক্ষ্যে অবিচল থাকলে গন্তব্যে পৌঁছানো আটকানো অসম্ভব।” আগামী দিনে নিজের সুরেলা সফর জারি রাখতে চান তিনি। ইতিমধ্যেই পুরুলিয়ায় সোশাল মিডিয়া গ্রুপগুলিতে ঘুরছে তাঁর গান। ‘ঘরের মেয়ে’ নিয়ে গর্ব করছেন পুরুলিয়াবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *