আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে ৩০ থেকে ৩১ মার্চ দুই দিনের আন্তর্জাতিক আলোচনা-চক্র অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন কলেজের পরিচালন সমিতির সম্মাননীয় সভাপতি, শিক্ষারত্ন শ্রী বিমলেন্দু সিংহ রায় (বিধায়ক, করিমপুর বিধানসভা কেন্দ্র)। মঙ্গল-প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
অনুষ্ঠানের সূচক ভাষণে কলেজের মাননীয় অধ্যক্ষ ড. অশোক কুমার দাস উন্নয়ন ও স্বাধীনতার বহুমাত্রিক দিক এবং জীবনের ক্ষেত্রে তার ব্যবহারিক সম্পর্ক নিয়ে নানা অভিজ্ঞানের নিদর্শন তুলে ধরে আলোচনার সুর বেঁধে দেন। সভাপতি মহাশয় তাঁর ভাষণে শিক্ষার সঙ্গে স্বাধীনতার নিবিড় যোগসূত্রের সন্ধান দেন। প্রথম দিনের আলোচনায় বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী অলোক কুমার ঘোষ মহাশয় এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুমিত মুখোপাধ্যায় মহাশয়।
তাঁদের মনোগ্ৰাহী আলোচনা উক্ত সভাকে একটি ভিন্নতর মাত্রা এনে দেয়। বিভিন্ন কলেজের অধ্যাপক, গবেষক এবং ছাত্র-ছাত্রীদের গবেষণাপত্রের উপস্থাপনা পর্বটি সফলভাবে সম্পাদিত হয় কলেজের অধ্যাপক ড. বিশ্বজিৎ পোদ্দার, ড. চিরন্তন সরকার (অফলাইন) এবং অধ্যাপক শ্রী নীলেন্দু বিশ্বাস, অধ্যাপক রেজওয়ান আহমেদ (অনলাইন) মহাশয়দের তত্ত্বাবধানে। কলেজের পরিচালন সমিতির বিভিন্ন সদস্য, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, গবেষক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আলোচনা-সভা মুখরিত হয়ে ওঠে।
আলোচনা চক্রটি সুষ্ঠুভাবে সম্পাদনের দায়িত্বে ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী পার্থ বন্দ্যোপাধ্যায়, আহ্বায়ক শ্রী সুজন দেবনাথ এবং বিভাগ তথা কলেজের আরও অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকাগণ ঐকান্তিকভাবে অংশী হয়ে আছেন। দ্বিতীয় দিনের আলোচনায় বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশীষ শর্মা, ইসলামিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শামীম ফিরদৌস মহাশয়।