DA Protest News : DA আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জের, যৌথ মঞ্চের প্রতিবাদ বালুরঘাটে – sangrami joutha mancha protest on mamata banerjee comments for the protest in balurghat


West Bengal News : সরকারি কর্মচারীদের প্রতি মুখ্যমন্ত্রীর ‘কুরুচিকর’ মন্তব্যের ধিক্কার জানিয়ে প্রতিবাদে সামিল হল সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের দফতরের সামনে প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্যরা। বালুরঘটে জেলা শাসক অফিসের সামনে দুপুরের লাঞ্চ টাইমে এদিন বিক্ষোভ দেখান সরকারি কর্মচারীদের একাংশ।

DA News: ৪৪ দিন পর অনশন প্রত্যাহার সরকারি কর্মীদের, DA-র দাবিতে আন্দোলন কি চলবে?
সংগঠনের পক্ষ থেকে জানা যায়, সরকারি কর্মচারীদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছে তারই প্রতিবাদে এই দিনের বিক্ষোভ দেখানো হচ্ছে। পাশাপাশি আগামী ৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে গোটা রাজ্যব্যাপী পেনডাউনের কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের বর্তমান পরিস্থিতি কী রয়েছে তা সমগ্র ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আগামী ১০ তারিখ দিল্লির রামলীলা ময়দানে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ সবারও আয়োজন করা হয়েছে।

এক আন্দোলনকারী বলেন, “মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী এবং শিক্ষকদের উদ্দেশে যে ভাষায় আক্রমণ করেছে, তার বিরুদ্ধে আজ যৌথ মঞ্চ প্রতিবাদ দেখাচ্ছে। আমরা এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকে সরকারি কর্মচারীরা কাজ না করলে সরকার বসে যেত। তাঁদের সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য করা উচিত হয়নি।”

DA Protest West Bengal : ডিএ আন্দোলনের মাঝেই নবান্ন থেকে ৬ কর্মচারীকে বদলি জঙ্গলমহলে, ক্ষোভ বাড়ছে আরও
পাশাপাশি, আগামী দিনে ‘হকের দাবি’ মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন আরও তীব্রতর হবে বলে জানানো হয় আন্দোলনকারীদের তরফে। সরকারি কাজে কোনও ধরনের ব্যাঘাত না ঘটে সেই কারণের জন্য দুপুর দেড়টা থেকে দুটা পর্যন্ত এই প্রতিবাদে সামিল হয়েছি। এছাড়া DA আমাদের হকের পাওনা।

অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত কর্মচারীদের DA না দিলে আগামী দিনে আর বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ধরনা মঞ্চ থেকে DA আন্দোলনকারীদের একাংশের উদ্দেশে ‘চোর-ডাকাত’ বলে কটূক্তি করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে।

তিনি মঞ্চ থেকে এও বলেন, “দয়া করে চুপ করে থাকুন! টাকা নেবে, পেনশন নেবে আবার পেন ডাউন করবে! সবার কথা বলছি না, বেশির ভাগ চিরকুটে চাকরি পেয়েছে।”

DA Latest News : শুধু শো কজ নয়, ধর্মঘটের দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় আরও কড়া শাস্তির মুখে সরকারি কর্মী
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর তীব্র বিরোধিতা জানায় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এমনকি তৎক্ষণাৎ আগামী ৬ এপ্রিল ফের ‘পেন ডাউন’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় মঞ্চের তরফে। যৌথ মঞ্চের তরফে আগামী ৬ এপ্রিল হাজিরা দিলেও সরকারি কর্মচারীদের কাছে কর্মবিরতি পালন করার অনুরোধ জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *