Durgapur News : বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে উলঙ্গ করে মারধর! দুর্গাপুর হোমের ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল – special child beaten inside durgapur school video spread on social media


বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে উলঙ্গ করে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে ওই শিশুকে মারধর ও শারীরিক নিগ্রহ করা হয়েছে। শুক্রবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় দু্র্গাপুরে। স্থানীয় সূত্রে জানা দিয়েছে দুর্গাপুর হ্যান্ডিক্যাপ হ্যামিহোমে এই ঘটনা ঘটেছে। যদিও শিশু নিগ্রহের কথা অস্বীকার করেছে হোম কর্তৃপক্ষ।West Bengal Latest News : যুবককে নিয়ে প্রকাশ্য রাস্তায় ২ তরুণীর চুলোচুলি, শোরগোল দাসপুরে
এই ঘটনা প্রসঙ্গে সংস্থার ভাইস প্রেসিডেন্ট শিশির কুমার চট্টোপাধ্যায়ের দাবি, কেউ চক্রান্ত করে এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এই ঘটনার সঙ্গে হোমের কেউ যুক্ত নয় বলেও দাবি করেন তিনি। তবে ভাইরাল হওয়া ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুকে উলঙ্গ করে মারধর করছে সংস্থার লোকজন, কিন্তু সে কথা মানতে নারাজ সংস্থার ভাইস প্রেসিডেন্ট। যদিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবি ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে শহরজুড়ে।

Maharashtra News : ভাড়ার ১০ টাকা দিতে অস্বীকার যাত্রীর! অটোচালকের মারে জখম
স্কুলেরই সুপার এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন। আমির হাসান নামে স্কুলের সুপার বলেন, “এই সংস্থার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। শিশুদের মারা হয় না, এমন নয়। আমি এই সংস্থায় কাজ করি, তাই জানি যে শিশুদের মারা হয়। আমি এই ঘটনার প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। এমনকী স্কুলের নামে কয়েক লাখ টাকা নয়ছয়ের নথি পেয়েছিলাম। প্রশ্ন করায় আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই সময় থেকে আমাকে এই স্কুল থেকে সরানোর চক্রান্ত শুরু হয়েছে। ভিডিয়ো কী ভাবে ভাইরাল হয়েছে জানি না। এই ভিডিয়ো নিয়ে তদন্ত করার উচিত।”

সংস্থার ভাইস প্রেসিডেন্ট শিশির কুমার চট্টোপাধ্যায় বলেন, “আমাদের এখানে মহিলা শিক্ষক ও পুরুষ সুপারভাইজার রয়েছেন। প্রশাসনের সঙ্গে একজন পুরুষ সুপারের দ্বন্দ্ব হয়েছে। কাউকে মারা হয়নি। আমি এই স্কুলে শিক্ষকতার করার পাশাপাশি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। প্রতিবন্ধী শিশুরা রেগে গেলে আক্রমণাত্মক হয়ে যায়। অনেক ক্ষেত্রে গামছা দিয়ে পিছনে বাঁধা। ষড়যন্ত্র করা হচ্ছে। এখানে মেয়ে ও ছেলে মিলে ৪১ জন শিশু রয়েছে। অভিভাবকদের টাকাতেই এই স্কুল চলছে।”

Bangladesh Latest News : ‘ম্যাডাম’ না ডেকে ‘আপা’! চটে লাল চিকিৎসক
হোমের সম্পাদিকা পাপিয়া মুখোপাধ্যায় বলেন, “২০০২ সাল থেকে এই হোম চালাচ্ছি। আমাদের হোমের অত্যন্ত সুনাম রয়েছে। সংস্থার বদনাম ছড়ানোর জন্য এই কাজ করা হচ্ছে। আমরা বাচ্চাদের ভালো রাখার চেষ্টা করি। জেলাশাসক ও মহকুমা শাসকও আগে ওঠা অভিযোগ খতিয়ে দেখেছেন। এখানে বড় কোনও ঘটনা ঘটেনি। এখানে সাধারণভাবে মারধর করা হয় না। ভিডিয়ো খতিয়ে দেখতে হবে। এখানকার সুপারভাইজার আমির হাসান ষড়যন্ত্র করছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *