Mamata Banerjee : ‘পার্ক সার্কাসেও চেষ্টা হয়েছিল…’, হাওড়ায় পুলিশের ব্যর্থতাকে কাঠগড়ায় তুললেন মমতা – west bengal chief minister mamata banerjee appeals to maintain peace in howrah shibpur area


বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া শিবপুর। দোকানপাট ভাঙচুর, অগ্নি সংযোগ ও হিংসার অভিযোগে পরিস্থিতি অগ্নিগর্ভ ওঠে। বৃহস্পতিবারের হিংসার পর শুক্রবারও পরিস্থিতি থমথমে শিবপুরে। অশান্তি পাকানোর অভিযোগে ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নি সংযোগ ও সরকারি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। শিবপুরে বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে। এই অবস্থায় প্রথম মুখ খুলে শান্তি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee : কিছু অশান্তি, পুলিশ ও পদ্মে অসন্তুষ্ট মমতা
এবিপি আনন্দকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “আমি ৪৮ ঘণ্টা ধরে হাতজোড় করে সবাইকে শান্তিতে রামনবমী ও রমজান পালনের কথা বলেছিলাম। ধর্ম কখনও অশান্তির বার্তা দেয় না, শান্তির কথা বলে। বিজেপি পরিকল্পনা করে হিংসার ঘটনা ঘটিয়েছে। হাওড়া ঘটনার অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বারবার ওই রাস্তা মিছিল না ঢোকানোর কথা বলেছিলাম। ইচ্ছে করে ওই এলাকায় দুষ্কৃতীরা ঢুকে অশান্তি করেছে।”

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে আরও এক চাঞ্চল্যকর দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পার্ক সার্কাসেও ঝামেলা করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু, সেটা আমরা আটকাতে পেরেছি। হাওড়াতে অবশ্যই পুলিশের ব্যর্থতা রয়েছে, যা পদক্ষেপ করার আমরা করব। এটা হিন্দুদের কাজ নয়। বিজেপির বজরঙ্গ দল সহ একাধিক সংগঠন হিন্দুদের নামে ওখানে আক্রমণ করেছে। অস্ত্র নিয়ে ডাকাত, গুন্ডারা যেভাবে আক্রমণ করে, ঠিক সেই কাজ করা হয়েছে। ইতিমধ্যেই অনেকে গ্রেফতার হয়েছে। রমজান মাস চলছে, যাঁরা রোজা করছেন শান্তিতে নমাজ পড়ুন। আমি অন্যায়কে প্রশয় দিই না।”

Ram Navami 2023 : রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার! ভাঙচুর-অগ্নিসংযোগ, চলছে পুলিশের টহলদারি
রামনবমীর মিছিল নিয়ে আগে থেকে সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। রেড রোডের ধরনা মঞ্চ থেকে আগাম তিনি জানিয়েছিলেন, প্রশাসন মিছিল আটকাবে না। কিন্তু কোনও গণ্ডগোল হলে প্রশাসন কড়া পদক্ষেপ করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিবপুরের ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন সরকারের তরফে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে। মমতা বলেন, “আমরা অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজোর পাশাপাশিপ রামনবমী পালন করি। রাম কখনও বন্দুক, তলোয়ার নিয়ে রাস্তায় নামেননি। বিজেপি এটা করেছে, সারা দেশে থেকে ওঁরা শেষ হয়ে যাবে।”

Ram Navami : রামনবমীতে শান্তি বিঘ্নিত করলে কঠোর পদক্ষেপ, বার্তা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেন, “আমি শুনেছি কাল যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার সংখ্যালঘুরা নমাজের পর প্রতিবাদ করার পরিকল্পনা করেছে। আমরা তাদের অনুরোধ করব, কোনও উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে নমাজের পর বাড়ি ফিরে যেতে। প্রতিবাদ ও প্রতিরোধের ভার আমাদের উপর দিন। যেসব পুলিশদের কাল ব্যর্থতা ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীরা পার পাবে না। নাটের গুরু ও এই অশান্তির মাথাদের ধরতে হবে। সবাই শান্তিতে থাকুন।” এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় দল পাঠানো হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *