এই সময়, আসানসোল: রাজ্য সরকারের রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্প নিয়ে বৃহস্পতিবার আসানসোলে এক সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। সেখানেই উঠে এল ED-র তলব প্রসঙ্গ। কয়লাপাচার কাণ্ডে গত ২৯ মার্চ মন্ত্রীকে তলব করেছিল ED। তবে সেই তলবে সাড়া দেননি তিনি। এদিন সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ উঠলে মলয় জানান, তিনি ED-কে চিঠি লিখেছেন।
তবে চিঠির বিষয়বস্তু স্পষ্ট করেননি মন্ত্রী। তাঁর শরীর খারাপ কি না জানতে চাওয়া হলে বিস্ময়ের সঙ্গে মন্ত্রী বলেন, “আমার শরীর খারাপ?” তাঁর সংযোজন, “দেখুন আমি কী পাঠিয়েছি তা বলতে চাই না। কিন্তু আমি শরীর খারাপ বলে কিছু পাঠাইনি।”
তবে চিঠির বিষয়বস্তু স্পষ্ট করেননি মন্ত্রী। তাঁর শরীর খারাপ কি না জানতে চাওয়া হলে বিস্ময়ের সঙ্গে মন্ত্রী বলেন, “আমার শরীর খারাপ?” তাঁর সংযোজন, “দেখুন আমি কী পাঠিয়েছি তা বলতে চাই না। কিন্তু আমি শরীর খারাপ বলে কিছু পাঠাইনি।”
এদিন মলয় বলেন, “মুখ্যমন্ত্রী সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থে রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের কাজ শুরু করেছেন। তাতে পশ্চিম বর্ধমানের গ্রাম পঞ্চায়েত এলাকায় ১১৯.২ কিলোমিটারের ১৪৮টি রাস্তা আছে। যার মধ্যে কিছু নতুন তৈরি করা হবে আর কিছু রাস্তার সংস্কার করা হবে।”
তিনি আরও জানান, রাজ্য সরকার নতুন করে শিল্পের পরিবেশ ফিরিয়ে আনতে সম্প্রতি বার্নপুরের ঢাকেশ্বরী কটন মিল অধিগ্রহণ করেছে। সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে রাজ্যের শিল্প মন্ত্রক ওই কারখানা চত্বরে শিল্পে আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছে।