Sujan vs Kunal : শ্যালিকা শিক্ষিকা-ভায়রা পুরকর্মী! সুজনের ১৩ আত্মীয়ের চাকরির তালিকা কুণালের, জবাব বাম নেতার – sujan chakraborty reacts on kunal ghosh alleged list of cpim leader 13 family members recruitment case


ফের একবার কুণাল ঘোষের (Kunal Ghosh) নিশানায় সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। বাম নেতা সম্পর্কে বিস্ফোরক টুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। প্রশ্ন তুলেছেন, কী ভাবে বাম আমলে সুজনের পরিবারের একাধিক সদস্য একাধিক পদে চাকরি পান? এই তালিকায় রয়েছে CPIM নেতার স্ত্রী, শশুর থেকে শুরু করে শ্যালিকা, ভায়রা, বোন। গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাম নেতাও।

Sujan Chakraborty : সুভাষ চক্রবর্তীকে সুজনের ‘সুপারিশ চিরকুট’! কুণালের বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখ খুললেন CPIM নেতা

কুণাল ঘোষের কী অভিযোগ?

শুক্রবার সকালে একটি টুইট করে সুজন চক্রবর্তীর ১৩ আত্মীয়ের চাকরির তালিকা দেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের প্রশ্ন, “CPIM সূত্র থেকেই এ ধরণের একটা তালিকা পাওয়া যাচ্ছে। মূলত সুজন চক্রবর্তীকে কেন্দ্র করে। তাঁর যারা আত্মীয় তাঁদের এই এই চাকরি। তার মধ্যে কিছু সরকারি চাকরি। তখন রাজ্যে অত বেকার, আর ওই বৃত্তে সবাই চাকরিতে।” একইসঙ্গে তিনি বলেন, “সুজনদা, তালিকা কি ঠিক? যদি ঠিক হয়, এতজনের চাকরি দৃশ্যত কি স্বাভাবিক? যদি তালিকা ভুল হয়, রটনা নিন্দার। যদি ঠিক হয়, তদন্ত হোক।”

Sujan Chakraborty Wife Job : ‘কেল্টু-বিল্টু, নন্টে-ফন্টে!’ সমীর পুততুণ্ডর দাবি নিয়ে তীব্র কটাক্ষ সুজনের
কী জবাব সুজনের ?

কুণাল ঘোষের এই অভিযোগে আমল দিতে নারাজ বাম নেতা। সুজন চক্রবর্তী বলেন, “আগেও বলেছি, আবারও বলছি। আবোল তাবোল কথার আমি উত্তর দিই না। দেবও না। কাজ নেই কম্ম নেই। ভুল বকে চলেছে একজন। যা খুশি বলতে দিন। হিম্মত থাকলে মামলা করুক, তদন্ত করুক।”

Sujan Chakraborty Wife: ‘রাজ্য সরকারের কোনও পরীক্ষা দেননি…’, সুজন চক্রবর্তীর স্ত্রীয়ের চাকরি নিয়ে স্পষ্ট ব্যাখা বিমান বসুর

সুজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ কুণালের

এর আগেও একাধিক অভিযোগ তোলেন কুণাল ঘোষ। একটি ছোট্ট কাগজ প্রকাশ করে তিনি দেখান, সুজন চক্রবর্তীর সাংসদ থাকাকালীন তাঁর লেটারহেডে তৎকালীন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট (সিএ) নিখিল পালকে বলেন, “কথামতো পত্রবাহককে পাঠালাম। প্র্যাটিকাল টেস্টে পাশ করেছে। করে দিতে হবে।” যদিও এই চিঠি বা চিরকুটের সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। কুণাল ঘোষ বলেন, “CPIM মন্ত্রী সুভাষ চক্রবর্তীর আপ্ত সহায়ক কমরেড নিখিলকে সাংসদ সুজন চক্রবর্তীর চিঠি। চাকরির সুপারিশ। ‘করে দিতে হবে।’ এটাই চিরকুট।”

Sujan Chakraborty Wife : ৮৭ সালের চিঠিতে ২০২০-র স্ট্যাম্প! সুজন জায়ার চাকরির লেটার নিয়ে তৃণমূলকে ট্রোল বামেদের
পালটা সুজন চক্রবর্তী বলেন, “চিঠি ঠিকমতো পড়ে না। বাংলা মানে বোঝে না। প্র্যাকটিক্যাল টেস্টে পাস করেছে। প্র্যাকটিক্যাল টেস্টে পাস করার পর সাধারণভাবে চাকরি পাবে। তাঁকে যেন সরিয়ে না দেওয়া হয়, সেটা বলা হয়েছে। এটাকে কী বলা হয় আমি জানি না। আসলে এদের অপরাধ এত বেড়েছে, একটা কিছু কাগজ দেখলেই লাফাচ্ছে। আবার একটা ফলস কাগজ বের করেছে।”

এছাড়াও সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরিও সুপারিশের মাধ্যমে হয়েছিল বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। যদিও মিলি চক্রবর্তীর দাবি, তাঁর চাকরিতে কোনও অনিয়ম হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *