Bardhaman News : ‘আন্ডারপাস না হলে ৬ লেনের রাস্তা উদ্বোধন হবে না’, হুঁশিয়ারি BJP সাংসদের – protest and block burdwan national highway for demanding underpass


West Bengal News : কয়েকমাস আগে থেকেই গোটা ১৯ নম্বর জাতীয় সড়ক জুড়ে শুরু হয়েছে ৬ লেন করার কাজ। আর এই কাজ শুরু হওয়ার পর থেকেই জায়গায় জায়গায় শুরু হয়েছে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ। কারণ আন্ডারপাস না করলে এই ঝাঁ চকচকে জাতীয় সড়কে স্থানীয়দের পারাপার করলে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হবে। এদিন শনিবার আন্ডারপাসের দাবিতে স্থানীয় সাংসদের উপস্থিতিতেই ১৯ নং (অতীত ২ নং জাতীয় সড়ক) জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয়রা।

Paharganj Halt : রাতারাতি বর্ধমান-রামপুরহাট শাখার এই স্টেশনের ‘নাম বদল’, অবাক যাত্রীরা! পরে জানা গেল ‘রহস্য’
১৯ নং জাতীয় সড়কের বর্ধমানের পালার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় ৩০ মিনিটের এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ১৯ নং জাতীয় সড়কে। ২০২১ সালের শেষের দিক থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ১৯ নং জাতীয় সড়ককে ৪ লেন থেকে ৬ লেনে সম্প্রসারণের কাজ শুরু হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ১৯ নং জাতীয় সড়কের পালার মোড় অত্যন্ত দুর্ঘটনা প্রবন এলাকা। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে। গত এক বছরে শুধুমাত্র পালার মোড়েই দুর্ঘটনার জন্য মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। তাই দুর্ঘটনা এড়াতে সম্প্রসারণের কাজ শুরু হওয়ার পর থেকেই পালার মোড়ে একটি আন্ডারপাসের দাবি জানানো হয়।

Pathashree Prakalpa : ‘পথশ্রী’ প্রকল্প উদ্বোধনের পরদিনই রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ, অবরোধ মালদায়
অভিযোগ, বিভিন্ন মহলে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি। এদিকে আন্ডারপাসের দাবি জোড়ালো হতেই এদিন ঘটনাস্থলে যান বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া। এরপর সাংসদের উপস্থিতিতেই জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

স্থানীয়রা দাবি করেন, সাংসদই অবরোধ করতে বলেন তাঁদের। পরে তাঁর কথা মতই আবার অবরোধ তুলে নেওয়া হয়। এই বিষয়ে সাংসদ এসএস অহলুওয়ালিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, “আমার এলাকা দিয়ে জাতীয় সড়ক যাবে, আর জনগণকে রাইট টু ওয়ে দেবে না এটা বরদাস্ত করা যাবে না। গরীব চাষীরা এদিক ওদিক যাবে, তারা তাহলে কোন দিকে যাবে? তাদের রাইট টু ওয়ে দিতে হবে।”

Jessore Road : যশোর রোড অবরোধ কংগ্রেসের, ছুটির দিনেও তীব্র যানজটে নাভিশ্বাস
যদিও অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, “অবরোধ করা হয়নি, তাদের বিক্ষোভ জানানোর পদ্ধতি তারা নিয়েছেন। তবে আন্ডারপাস যদি স্যাংশন না হয়ে থাকে তাহলে আমি কথা বলে স্যাংশন করাব। কিন্তু কোনও ভাবেই আন্ডারপাশ ছাড়া এখানে ৬ লেনের রাস্তা উদ্বোধন করা যাবে না। এখানকার স্থানীয় মানুষদের কথা ভাবতেই হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *