DA Protest News : ‘হাজার কোটির দুর্নীতি, প্রয়োজনে হাইকোর্টে!’ বিস্ফোরক অভিযোগ DA আন্দোনকারীদের – da protester claims there was a huge scam during teacher transfer says may move to calcutta high court


কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় শহিদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তাঁরা। DA-র পাশাপাশি স্বচ্ছভাবে নিয়োগ এবং যোগ্য প্রার্থীদের স্থায়ীকরণের দাবি তুলেছিলেন আন্দোলনকারীরা। এবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে করা হল চাঞ্চল্যকর দাবি।

রবিবার দুপুরে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দাবি করেন, “ রাজ্যে ২০১১ সালের পর থেকে শিক্ষক বদলির থেকে ‘দুর্নীতি’ হয়েছে।”

DA Protest West Bengal : ফলের রস-চকোলেট চিবিয়ে ‘অন্য অনশন’! DA আন্দোলনকারীদের পদক্ষেপ নিয়ে শোরগোল
তিনি আরও দাবি করেছেন, “এই সময়ে প্রাথমিক এবং হাই স্কুলে মোট ৬০ হাজার শিক্ষককে বদলি করা হয়েছে। এক একটি বদলির জন্য কমপক্ষে দুই লাখ টাকার লেনদেন হয়েছে। প্রায় হাজার কোটি টাকার দুর্নীতি। তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি আমরা। প্রয়োজনে এই বিষয়ে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব।”

তাঁর এই দাবি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী মানস ভ্যুঁইয়া দাবি করেছিলেন, “DA আন্দোলনকারীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” ভাস্কর ঘোষের দাবির পর একই সুরে তাঁকে আক্রমণ করলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।

DA News: ৪৪ দিন পর অনশন প্রত্যাহার সরকারি কর্মীদের, DA-র দাবিতে আন্দোলন কি চলবে?
তিনি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের দাবি খারিজ করে বলেন, “প্রথমত জানিয়ে রাখি DA মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। ফলে এই নিয়ে আলাদা করে আন্দোলন করার কোনও বিষয় নেই। দ্বিতীয়ত, তাঁরা মুখে দাবি করছেন যে DA-র জন্য আন্দোলন। সেক্ষেত্রে এই সব বদলি নিয়ে দুর্নীতির দাবি কেন? এতেই স্পষ্ট হয় যে তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

উল্লেখ্য, আগামী ৬ তারিখ পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। তবে এদিন কিছু সরকারি স্কুলে পরীক্ষা রয়েছে। সেই স্কুলের শিক্ষকরা এই কর্মবিরতির আওতায় থাকবেন না।

DA News West Bengal : ‘…শ্বেতপত্র প্রকাশ করুক, প্রয়োজনে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করব!’ সুর চড়ালেন DA আন্দোলনকারীরা
পাশাপাশি, ১০ এবং ১১ তারিখ দিল্লির যন্তর মন্তরে গিয়ে ধরনা দেবেন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, “রাজ্যের সরকারি কর্মীদের ঠিক কী পরিস্থিতি, তা সকলেই জানুক। সেই জন্য আমাদের এই পদক্ষেপ।” কর্মবিরতির প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। তাঁর মন্তব্যের বিরোধিতা করেই আমরা এক দিনের কর্মবিরতির ডাক দিয়েছি।”

DA West Bengal Latest News : সরকারি কর্মীদের বদলির নির্দেশকে চ্যালেঞ্জ? আইনি লড়াইয়ের সিদ্ধান্ত DA আন্দোলনকারীদের
প্রসঙ্গত, কিছুদিন আগেই ডিএ আন্দোলনকারীদের ধরনা মঞ্চ থেকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম আমলে যাঁরা চিরকুটে চাকরি পেয়েছিলেন তাঁরাই আজ ধরনা মঞ্চে বসে রয়েছেন বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *