Dakshin 24 Pargana : BJP-র কার্যালয়ে ISF-র জনসভা! দায় এড়াচ্ছে দুই পক্ষই, তুমুল কটাক্ষ তৃণমূলের – isf meeting at bjp party office criticized of trinamool congress in kulpi


West Bengal News : জানুয়ারি মাসে ISF দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি গ্রেফতার হওয়ার পরেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে মারাত্মক অভিযোগ তোলা হয়েছিল যে, নওশাদের সঙ্গে BJP-র শীর্ষ নেতাদের যোগাযোগ রয়েছে। আর শনিবার দক্ষিন ২৪ পরগনা জেলায় এমন একটি ঘটনা ঘটল, যার ফলে ওই অভিযোগটি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জনসমক্ষে আরও বেশি করে রাখার সুযোগ পাবে তৃণমূল। BJP-র জেলা কার্যালয়ে ISF-এর নির্বাচনী জনসভা ঘিরে বিতর্ক চরমে উঠল কুলপিতে।

TMC Joining : ISF গড়ে বড় ভাঙন! তৃণমূলে যোগ ৩০ পরিবারের
যা নিয়ে ISF ও BJP-র গোপন আঁতাতের অভিযোগ তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবী, BJP-র মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা কার্যালয় কুলপির রামকৃষ্ণপুরে যেখানে শনিবার কুলপি ব্লক ISF-এর নির্বাচনী জনসভা করা হয়। আর এই নিয়ে BJP ও ISF-এর মধ্যে গোপন আঁতাতের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

অবশ্য এই ঘটনায় ISF-এর পক্ষ থেকে জানানো হয় তারা কমিউনিটি হলে ভাড়া নিয়ে নির্বাচনী জনসভা করেছে তা BJP-র জেলা কার্যালয় কি না তা তাদের জানা নেই। তবে এই ঘটনায় BJP-র জেলা সভাপতি প্রদ্যুত বৈদ্য বলেন, “ওই বিল্ডিং-এ আমাদের ভাড়া নেওয়া ঘরে কার্যালয় রয়েছে। এবার ঘর মালিক যদি অন্য কোনও দলকে ভাড়া দেন এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করা যায় না।”

Purba Medinipur BJP : নন্দীগ্রামে জেলা সভাপতির অনুমোদন ছাড়াই BJP-র প্রার্থী তালিকা প্রকাশ? জল্পনা রাজনৈতিক মহলে
অবশ্য তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেসকে সরাতে নিচু তলার কর্মীরা জোট বদ্ধ হচ্ছে। এই নিয়ে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস“। ISF-এর কুলপি ব্লক সহ সভাপতি বাহাউদ্দীন মোল্লা বলেন, “আমাদের নির্বাচনী জনসভার জন্য আমরা কেতি ঘর ভাড়া নিয়েছিলাম। কিন্তু সেই আবাসনটিতেই যে BJP-র কার্যালয় রয়েছে তা আমাদের জানা ছিল না। আর থাকলেও কিছু এসে যায় না কারণ আমরা আলাদা ঘরে জনসভা করেছি। এর সঙ্গে BJP-র কার্যালয়ের কোনও সম্পর্ক নেই।”

Bhangar TMC : দল ছেড়ে ISF-BJP-তে যোগদান, বছর ঘুরতে না ঘুরতেই ফের TMC-তে ফেরত ৬০ পরিবারের
যদিও একথা মানতে রাজি নন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার। তাঁর কথায়, “একই ভবনে BJP-র অফিস। আর সেই ভবনেই নির্বাচনী জনসভা করছে ISF। এবার সাধারন মানুষ দুইয়ে দুইয়ে চার করে ফেলবেন। আমরা অনেকদিন ধরেই এই দুই দলের আঁতাতের কথা বলে আসছি। এবার প্রমান হল। সব বিরোধী দল মিলে সারা রাজ্যে এক হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা ও চক্রান্ত করছে। আসলে রাজ্য সরকারের এত এত উন্নয়নের জেরে এরা হিংসেতে জ্বলে পুড়ে যাচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *