Duare Sarkar : বিদ্যুৎ না পাওয়ার অভিযোগ! দুয়ারের সরকারে টেবিল উলটে ‘দাদাগিরি’ ২ তৃণমূল নেতার – tmc leaders of kaksha paschim bardhaman involved in heated argument at duare sarkar camp


শনিবার থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই দুয়ারে সরকার ক্যাম্প ঘিরে উত্তেজনা পশ্চিম বর্ধমানের কাঁকসাতে। গত দুয়ারে সরকারে ক্যাম্পে আবেদন করেও মেলেনি বিদ্যুৎ। সেই কারণে বিদ্যুৎ ক্যাম্পের টেবিল উল্টে কর্মীদের ধমক ও ফিরে যাওয়ার হুঁশিয়ারি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে। কাঁকসা বিদবিহারের কৃষ্ণপুরে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকার মলানদিঘি ফাঁড়ির পুলিশ।Duare Sarkar 2023 : প্রত্যন্ত এলাকার জন্য বিশেষ উদ্যোগ, সুন্দরবনে এবারও ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প
শনিবার থেকে রাজ্যে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। গত পাঁচ মাস আগে বিদবিহারের শিবপুরের রায়ডাঙা এলাকায় ২টি পরিবার আবেদন করেছিল। কিন্তু পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ না মেলায় ক্ষোভের মুখে পড়তে হচ্ছে এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর এবং অঞ্চল সভাপতি কাজল শেখকে।

শনিবার দুয়ারে সরকারে ক্যাম্পে অন্যান্য দফতরের পাশাপাশি ছিল বিদ্যুৎ দফতরের ক্যাম্পও। সেই ক্যাম্প শুরু হতে তৃণমূল নেতাদের ক্ষোভের মুখে পড়েন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। নথিপত্রসহ টেবিল উলটে দেওয়া হয়। দুই তৃণমূল নেতার ধমকে থতমত খেয়ে যান বিদ্যুৎ দফতরের কর্মীরা। বিদ্যুৎ না মেলা অবধি দুয়ারে সরকার ক্যাম্পে সংশ্লিষ্ট দফতরের কর্মীদের বসতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

Duare Sarkar 2023 : ৪ নয়া প্রকল্পে আবেদনের সুযোগ, শনিবার শুরু দুয়ারে সরকার
আবেদনকারী অজিত বাগদী অভিযোগ করেন ৫মাস আগে বিদবিহারে দুয়ারে সরকার কর্মসূচিতে বিদ্যুতের জন্য আবেদন করেছিলেন। পাঁচ মাস পেরিয়েছে কিন্তু মেলেনি। বিদ্যুৎ দফতের আধিকারিকরা এদিন তাঁকে পুনরায় আবেদন করতে বলেছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন, “রায়ডাঙা গ্রামের ২টি পরিবার এখনও বিদ্যুৎ পায়নি। আগের দুয়ারে সরকার ক্যাম্পের ওই দুই পরিবারের আবেদনপত্র জমা দেওয়া হলেও তা বাতিল করে দেওয়া হয়। এমনকী তদারকি করতেও কেউ আসেনি। সেই কারণে বিদ্যুৎ দফতরের কর্মীদের বসতে নিষেধ করেছি। কারণ আমাদের প্রতিনিয়ত মানুষের কথা শুনতে হয়েছে।”

Duare Sarkar : বিধবা ভাতা আবেদন করা যাবে দুয়ারে সরকার শিবিরেই, বড় সিদ্ধান্ত রাজ্যের
অজিত বাগদী নামের গ্রাহক বলেন, “আগেরবার আবেদন করেও কোনও লাভ হয়নি। আবেদনপত্র বাতিল করে দেওয়া হয়। এমনকী আমাদের কোনও নথিও দেওয়া হয়নি। পঞ্চায়েত সদস্য ও তৃণমূল সভাপতিতে গোটা ঘটনার কথা জানিয়েছিলাম।”

যদিও এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কাঁকসা ব্লকের বিজেপির সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ বলেন, “কোনও পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ দেখাচ্ছে তৃণমূল এটাই তার প্রমাণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *