অভিযোগ, দুয়ারে সরকার সহ পঞ্চায়েত ও BDO অফিসে একাধিকবার বিভিন্ন প্রকল্পে আবেদন করেও মেলেনি সরকারী সুবিধা। প্রতিবাদে দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভ ও ক্যাম্প চালু করতে বাধা দিলেন গ্রামবাসীরা। পরে গলসি ১ এর BDO-র আশ্বাসে প্রায় ৩ ঘন্টা পর চালু হয় ক্যাম্প।
গলসী ১ নং ব্লকের শিড়রাই গ্রামে আজ শনিবার এই ঘটনাটি ঘটে। শিড়রাই গ্রামের শিড়রাই আলিজান মল্লিক উচ্চবিদ্যালয়ে শনিবার গলসী ১ ব্লকের তরফে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার সকালে সেই ক্যাম্প চালু করার পূর্বেই বাধা দেন গ্রামবাসীরা।
শিড়রাই গ্রামের বাসিন্দা কোহিনূর শেখ, নূর ইসলাম মন্ডল, শেখ কাঞ্চন দের অভিযোগ, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, আবাস যোজনা, রেশন কার্ড সহ একাধিক প্রকল্পের আবেদন তারা বিভিন্ন সময়ে পঞ্চায়েতে, BDO অফিসে এমনকি দুয়ার সরকার ক্যাম্পে করলেও কোনও সরকারী সুবিধা তারা পাননি। তাই তারা গ্রামের দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ করে দিয়েছেন।
সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া না পর্যন্ত তারা এই ক্যাম্প চালু করতে দেবেন না। কোহিনূর শেখ অভিযোগ করে বলেন, “এই সরকারী আধিকারিকরা আমাদের যথেষ্ট ঘুরিয়েছেন। শুধুই মিলেছে আশ্বাস। আর কোনও কাজ হয়নি আমাদের। অথচ অন্যান্য গ্রাম থেকে খবর মিলেছে তাঁদের ওখানে তাঁরা এই সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন। তাহলে আমাদের সঙ্গে এই অনাচার কেন? আমরা ঠিক করে নিয়েছি, আমাদের কোনও দুয়ারে সরকার বা শিবিরের দরকার নেই। আগে আমাদের সব সমস্যার সমাধান হবে, তারপর বাকি সব কিছু আমরা করতে দেব।”
পরে অবশ্য ঘটনাস্থলে পৌঁছে গলসী ১ নং ব্লকের BDO দেবলীনা দাস গ্রামবাসীদের আশ্বাস দিলে ক্যাম্প চালু হয়। তিনি বলেন, “আমি এনাদের অভিযোগ গুলি শুনেছি। আর জানিয়েছি এই দুয়ারে সরকার শিবির থেকেই তাঁদের সমস্ত সমস্যার সমাধান করা হবে।” ১ থেকে ১০ তারিখ পর্যন্ত চলবে এই শিবির। তারমধ্যেই সব সমস্যার সমাধান দাবি করেছেন গ্রামবাসীরা।