G20 Summit In Siliguri : চাঁদের আলোয় চা পাতা তোলা দেখবেন আট দেশের রাষ্ট্রদূত – three days g20 summit is starting from saturday in darjeeling district


এই সময়, শিলিগুড়ি: জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে ভারতে পর্যটন ক্ষেত্রে বিপুল বিনিয়োগের আশা করছে ভারত। শুক্রবার শিলিগুড়ির সুকনার কাছে একটি বিলাসবহুল হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন সচিব অরবিন্দ সিং। কোভিড-১৯ এর পরে গোটা বিশ্বেই পর্যটনের বেহাল পরিস্থিতি। প্রতিটি দেশই পর্যটনকে ফের চাঙা করতে উঠেপড়ে নেমেছে।

ভারতের লক্ষ্য জি-২০ বৈঠককে সামনে রেখে গোটা বিশ্বের সামনে ভারতের পর্যটনকে তুলে ধরা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে প্রায় তিনশো প্রস্তাব জমা পড়েছে। সেগুলির ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি হচ্ছে। আগামী এক বছরে দেশের নানা প্রান্তে আয়োজিত জি-২০ বৈঠকের জেরে পরিস্থিতি আরও বদলাবে বলে আশা ভারতের।

Tripura G20: রিশা-রিহা না কাঠের কাজ? G20-র বিদেশিদের মন মজাতে হস্তশিল্পেই ভরসা ত্রিপুরার
কেন্দ্রীয় পর্যটন সচিব বলেন, “জি-২০ দেশভুক্ত সমস্ত প্রতিনিধিরা সম্মেলনকে কেন্দ্র করে ভারত সফর করবেন। ভারতে তাঁদের অভিজ্ঞতা পর্যটনকে ফের চাঙা করতে সাহায্য করবে বলে আমরা আশা করছি।”

আজ, শনিবার থেকে দার্জিলিং জেলায় শুরু হচ্ছে তিন দিনের জি-২০ সম্মেলন। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। মোট ১৩০ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। তার মধ্যে সিঙ্গাপুর, জাপান, অস্ট্রেলিয়া, ওমান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশের রাষ্ট্রদূতেরা হাজির থাকবেন।

Sikkim Tourism : শোনা যাবে হাজারো পাখির গান! সিকিমে নয়া ডেস্টিনেশন কিতাম উৎসব
হাজির থাকবেন স্থানীয় পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত উদ্যোগীরাও। সম্মেলনের উদ্বোধন করবেন পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি। শনিবার কার্শিয়াংয়ে এবং রবিবার শিলিগুড়িতে অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে আলোচনা হবে। সেখানে দার্জিলিং জেলা সহ সমগ্র পূর্ব ভারতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

তার বাইরে প্রতিনিধিদের মকাইবাড়ি চা বাগানে চাঁদের আলোয় চা পাতা তোলার অভিজ্ঞতা যেমন তুলে ধরা হবে তেমনই দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেনে ভ্রমণ, দার্জিলিং রাজভবন পরিদর্শন করানো হবে। দার্জিলিং ম্যালে আয়োজিত একটি হস্তশিল্প প্রদর্শনীও তুলে ধরা হবে। একই সঙ্গে সম্মেলন চলাকালীন হিমালয়ান কার র‍্যালিরও আয়োজন হচ্ছে।

Ajit Doval On China : ‘একতরফা দাদাগিরি নয়’, চিনকে কড়া বার্তা ডোভালের
দেশে জি-২০ সম্মেলনের সূত্রপাত হয় গত ফেব্রুয়ারি মাসে গুজরাটের কচ্ছ-এ। দার্জিলিংয়ে হচ্ছে দ্বিতীয় সম্মেলন। এর পরের সম্মেলনগুলি হবে গোয়া, দিল্লি, হায়দরাবাদ ও রাজস্থানে। গোয়ায় হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক। ওই বৈঠকে জি-২০ ভুক্ত সমস্ত দেশের পর্যটন মন্ত্রীরা হাজির থাকবেন বলে জানিয়েছেন পর্যটন সচিব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *