Gazole Assault Case : নির্যাতিতার বাড়ির সামনে কেন্দ্র-রাজ্য কমিশনের সংঘাত, তৃণমূল-বিজেপি মারামারিতে উত্তপ্ত গাজোল – central and state child protection commission involved in heated argument in malda gazole


তিলজলার পর মালদার গাজোলে সংঘাতে জড়ালেন রাজ্য ও কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। ছাত্রী ধর্ষণের অভিযোগে গাজোলে নির্যাতিতার বাড়ির সামনে একই সময় উপস্থিত হয় দুই কমিশনের প্রতিনিধিরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় তৃণমূল বিজেপি হাতাহাতি। পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে।

কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগোকে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে সেখানে অবস্থানে বসেন বিজেপি নেতাকর্মীরা। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র ও অন্যান্য বিজেপি নেত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে জেলা পরিষদ সদস্যা তথা তৃণমূলনেত্রী সাগরিকা সরকার দলবল নিয়ে সেখানে পৌঁছন নির্যাতিতার বাড়ির সামনে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Tiljala Case: তিলজলা থানায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে ‘হেনস্থা’, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু
বিজেপি কর্মী সমর্থকদের দিকে হাতে জুতো নিয়ে তেড়ে যেতে দেখা যায় তৃণমূলের ওই নেত্রীকে। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। পরে স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। সাগরিকাকে বাঁশ নিয়ে ধাওয়া করে এলাকা ছাড়া করেন তাঁরা।

সম্প্রতি গাজোলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এদিন নির্যাতিতা ছাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে প্রায় একই সময়ে দেখা করতে যান রাজ্য ও কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। চেয়ারপার্সন সুদেষ্ণ রায়ের নেতৃত্বে রাজ্যের কমিশনের প্রতিনিধিরা নির্যাতিতার বাড়িতে আগে পৌঁছন। সেখানে পৌঁছে রাজ্যের প্রতিনিধিদের দেখে মেজাজ হারান কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো। তাঁকে রাজ্য কমিশনের প্রতিনিধিদের বিরুদ্ধে ‘গেট আউট’ বলে চিৎকার করতে শোনা যায়। এমনকী ধর্ষণেক অভিযোগ ওঠার পর এতদিন তাঁরা কোথায় ছিলেন সেই নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়ঙ্ক।

Crime News: কালা জাদুর অভ্যাস ছাড়াতে কড়া দাওয়াই! বৌদির ‘অগ্নিপরীক্ষা’ নিয়ে শ্রীঘরে দেওর
যদিও তাতে কর্ণপাত না করে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্য কমিশনের প্রতিনিধিরা। কেন্দ্রীয় কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ করেন তাঁরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদেষ্ণা বলেন, “বাড়ির সামনে স্লোগান দেওয়া হচ্ছে, আমি শিশুর পরিবারে কাছে ক্ষমা চাইছি। কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন নানাভাবে আমাদের নিগ্রহ করছে, অভব্য আচরণ করছে এবং রাজনীতি নিয়ে আসছে। আমরা এখানে রাজনীতি করতে আসিনি। যে রিপোর্ট পেয়েছি তা দেখার জন্য এখানে এসেছি।”

Medical Negligence: মত্ত অবস্থায় শিশুকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা! বরখাস্ত স্বাস্থ্যকেন্দ্রের পিয়ন
পাল্টা কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন কেন্দ্রীয় কমিশন। প্রিয়ঙ্ক এই প্রসঙ্গে বলেন, “তিলজলার মতো এখানেও একই জিনিস হয়েছে। নির্যাতিতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। নিশ্চয়ই কিছু লুকনোর চেষ্টা হচ্ছে। দিল্লি অবধি কথা যাতে না পৌঁছয় সেই কারণে বাধা দেওয়া হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *