Howrah Internet Suspended : অশান্তি রুখতে প্রশাসনের কড়া পদক্ষেপ! হাওড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা – howrah few area internet conection suspended till 1 april 2 am


শিবপুরের ঘটনায় শনিবার সকাল থেকেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এদিকে যাতে কোনওভাবেই অশান্তি ছড়িয়ে না পড়ে সেজন্য হাওড়ার কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

শনিবার সকাল থেকে স্বাভাবিক ছন্দেই দেখা গিয়েছে জিটি রোডকে। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ পিকেট দেখা যায়। মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। এদিকে, যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে সেজন্য হাওড়া জেলাশাসকের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে শুক্রবার থেকে শনিবার রাত ২টো পর্যন্ত হাওড়ার কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।

Government of West Bengal : প্রযুক্তিতেই ভরসা, সরকারি কর্মীদের সার্ভিস বুক নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নর
এই নির্দেশিকায় এমটিএস, ভোডাফোন, রিলায়েন্স জিও, আইডিয়া, টাটা টেলি সার্ভিসেস, এয়ারলেস, আরএসএনএল, আলিয়ান্স ব্রডব্যান্ড, মন্থন ব্রডব্যান্ড সার্ভিস, ডিজি কেবল, হাথওয়ে কেবল , সিটি কেবল, টিজিএল কেসিবিপিএল, টাটা স্কাই, ডিশ টিভি, ভারতি এয়ারটেল, ইউশনেট সহ অন্যান্য ইন্টারনেটদাতা সংস্থার কথা উল্লেখ করে জানানো হয়েছে এই নির্দিষ্ট সময়ের জন্য তাদের পরিষেবা বন্ধ রাখা হবে।

কোনওভাবেই যাতে হিংসার কোনও ঘটনা না ছড়িয়ে পড়ে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্যই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

howrah news

সরকারি নির্দেশিকা

Ram Nabami Violence Update: শিবপুরে ঘটনায় রাজ্যপালকে ফোন অমিত শাহের, কড়া বিবৃতি রাজভবনের
এক পদস্থ প্রশাসনিক কর্তার কথায়, “ইন্টারনেটের মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেকে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। এর ফলে পরিস্থিতির উপর প্রভাব পড়তে পারে। আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওড়ার বিভিন্ন প্রান্তে গণপরিষেবা ব্যহত করার চেষ্টাা করা হচ্ছে। এই যাবতীয় পরিস্থিতি ঠেকানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে।”

Mamata Banerjee : কিছু অশান্তি, পুলিশ ও পদ্মে অসন্তুষ্ট মমতা
তবে নির্দেশিকাতে আরও বলা হয়েছে, “এর জন্য কোনও ফোন কল বা মেসেজ পাঠাতে সমস্যা হবে না।” এক্ষেত্রে কয়েকটি জায়গার কথা নির্দেশিকাতে উল্লেখ রয়েছে- শিবপুর, এজেসি বোস বি গার্ডেন, দাসনগর, সাঁতরাগাছি, সালকিয়া, জগাছা থানার বিভিন্ন এলাকা এবং মলি পাঁচঘড়ার বিভিন্ন এলাকা।

Thika Property In Kolkata : ১৫ দিনে ঠিকা প্রজাদের বাড়ি তৈরির অনুমোদন, তৎপর মহানাগরিক ফিরহাদ
গতকাল উত্তেজনা প্রবণ এলাকা পরিদর্শন করছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিক। এলাকায় চলছে স্পেশাল ফোর্সের মোটর বাইকে টহলদারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *