Kolkata Airport : ডিজি যাত্রা চালু হলো কলকাতা বিমানবন্দরে – dg yatra launched at kolkata airport


এই সময়:বিমানযাত্রা আরও সহজ ও ঝঞ্জাটবিহীন করতে কলকাতা বিমানবন্দরেও চালু হল ‘ডিজিযাত্রা’ বা ডিজিটাল যাত্রা। যার সাহায্যে ম্যানুয়াল টিকিট বা টিকিটের হার্ড কপি, পরিচয়পত্র ছাড়াই ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে যাত্রীরা সহজেই টার্মিনালে প্রবেশ, এমনকী বোর্ডিংও করতে পারবেন। শুক্রবার স্বয়ংক্রিয় এই ব্যবস্থার উদ্বোধন করে বিমানবন্দরের অধিকর্তা সি পট্টাভি।

Kolkata International Airport : কলকাতা বিমানবন্দরে বাড়ল ‘সতর্কতা’, যাত্রীদের ব্যাগ খুঁটিয়ে পরীক্ষা
তিনি বলেন, “এ বার থেকে যাত্রীরা অতি দ্রুত কাগজপত্র ছাড়াই টার্মিনালে প্রবেশ, সিকিউরিটি চেক, এমনকী বিমানে আসন গ্রহণ করতে পারবেন। নতুন ব্যবস্থায় বিমানযাত্রীরা যে বাড়তি সময় পাবেন তাতে শপিং, খাওয়াদাওয়া করতে পারবেন বা বিশ্রাম নিতে পারবেন।”

আগেই দিল্লি, বেঙ্গালুরু এবং বেনারসে এই ব্যবস্থা চালু হয়েছে। চলতি মাসে কলকাতা ছাড়াও হায়দরাবাদ, পুনে, বিজয়ওয়াড়াতে এই পরিষেবা চালু হলো। এই পরিষেবা পেতে বিমানযাত্রীদের প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইল সেটে ডিজি যাত্রা অ্যাপ ডাউনলোড করতে হবে।

সেখানে আধার সংযুক্ত করে সেলফি আপলোড করে রেজিস্টার করতে হবে। তার পর বিমানবন্দরের ই-গেটে উপস্থিত হয়ে বারকোড-যুক্ত বোর্ডিং পাস স্ক্যান করতে হবে এবং মেশিনের সামনে দাঁড়িয়ে ফেসিয়াল রেকগনিশেনের পর টার্মিনালে প্রবেশ করতে পারবেন।

Kolkata Airport Privatisation: 25টি বিমানবন্দর বেসরকারিকরণের সিদ্ধান্ত! তালিকায় কলকাতাও
গত ২১ ফেব্রুয়ারি থেকেই কলকাতা বিমানবন্দরে এই ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে। ৩০ মার্চ পর্যন্ত ৯২০৬ জন যাত্রী এই ব্যবস্থার সুবিধা নিয়েছেন। বিমানবন্দরের প্রস্থান গেটের ২বি, ৩এ এবং সিকিউরিটি হোল্ড এরিয়ার ১, ২ ও ৩ নম্বর গেট এবং বোর্ডিং এলাকার ১৮ থেকে ২৩ নম্বর গেটে এই ই-গেট পরিষেবা চালু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *