Kolkata Bus Accident : উইকএন্ডে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা, মেয়ো রোডে উলটাল যাত্রীবোঝাই মিনিবাস – mini bus accident at kolkata mayo road on saturday


উইকএন্ডে ভয়াবহ দুর্ঘটনা কলকাতায় (Kolkata Road Accident)। মেয়ো রোডের কাছে মিনিবাস উলটে বিপত্তি। মেটিয়াবুরুজ হাওড়া রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ভিতর থাকা যাত্রীরা আটকে পড়েন বাসেনর নীচে। তাঁদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। জানলা ভেঙে দিয়ে এক এক করে যাত্রীদের বের করে আনা হয়। ঘটনাস্থলে একাধিক যাত্রী আহত হয়েছেন বলে খবর। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে ওই চত্বরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।

VIP Road : গাড়ির টায়ার ফেটে বিপত্তি, ভিআইপি রোডের উপরে উলটে গেল সবজি বোঝাই গাড়ি

ঠিক কী ভাবে ঘটল এই দুর্ঘটনা?

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হাওড়া থেকে মেটিয়াবুরুজের দিকে যাচ্ছিল ওই মিনিবাসটি। পাশে যাওয়া একটি বাইকের সঙ্গে রেষারেষি করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। আর তাতেই ঘটে বিপত্তি। মেয়ো রোডের উপর উলটে যায় যাত্রীবোঝাই ওই মিনিবাসটি। জানলার কাচ ভেঙে যাত্রীদের বের করা হয়। একের পর এক এক অ্যাম্বুল্যান্স পৌঁছয় ঘটনাস্থলে। আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। ইতিমধ্যেই একটি ক্রেন এনে মিনিবাসটিকে তোলার চেষ্টা করা হয়। এই ঘটনার জেরে প্রবল যানজটের সৃষ্টি হয়েছে এলাকায়।

SBSTC Bus Accident : সরকারি বাসের মুখোমুখি তেলের ট্যাংকার, হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে দুর্ঘটনায় জখম ২৭

ক্রেনের সাহায্যে তোলা হয় মিনিবাস

ক্রেনের সাহায্যে মিনিবাসটিকে সোজা করা হলেও সেটি ভেঙে চুড়ে গিয়েছে। সমস্ত যাত্রীকেই নিরাপদে বাস থেকে বের করে আনা হয়। যদিও বেশিরভাগই গুরুতর আহত হয়েছেন। অনেক যাত্রীই গুরুতর আহত হয়েছেন। রাস্তায় এবং বাসের মধ্যে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছে। জানলার ভাঙা কাচ, যাত্রীদের একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী, জুতো-চটিও পড়ে থাকতে দেখা গিয়েছে দুর্ঘটনাস্থলে।

Medinipur Road Accident : ঘাটালে যাত্রী বোঝাই ২ বাসের ধাক্কা, রেষারেষিতে আহত শিশু সহ ৩
কিছুদিন আগে ঠিক একইভাবে ভিআইপি রোডের উপরে সবজির গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনা ঘটে। সবজি বোঝাই টাটা ৪০৭ গাড়ি উলটে যায় ভিআইপি রোডের ওপরে। রঘুনাথপুর মোড়ের এই দুর্ঘটনায় আহত গাড়ির চালক ও খালাসিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। গাড়ির ড্রাইভার খালাসি গাড়ির ভেতরে আটকে পড়েন। বাগুইআটি থানার পুলিশ গিয়ে তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ রাখতে পারিনি। এমনিতেই গাড়িটি যথেষ্ট গতিতে ছিল। সে কারণেই রাস্তার উপর উলটে যায় গাড়িটি। আর তাতেই ঘটে বিপত্তি। গোটা ঘটনায় এলাকায় বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পুলিশের মধ্যস্থতায় ফের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *