Kolkata Rainfall Forecast : ঝোড়ো হাওয়ার দোসর তুমুল বৃষ্টি! কলকাতা সহ জেলায় জেলায় দুর্যোগের আভাস – kolkata and south north bengal districts may witness heavy rainfall today says imd


West Bengal Weather Update সকাল থেকেই মুখভার আকাশের। জায়গায় জায়গায় দফায় দফায় হয়েছে বৃষ্টিপাত। তাপমাত্রাও কমেছে উল্লেখযোগ্যভাবে। শনিবার সারাদিনই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে থাকছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে। আগামী ৩ এপ্রিল থেকে হাওয়া বদল হবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Rainfall Forecast : কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি! দুর্যোগ কাটবে কবে?
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতার আকাশ শুক্রবার থেকেই মেঘলা। শনিবার শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শুক্রবার দিনের তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯৩ শতাংশ থাকতে পারে। আলিপুরে গত ২৪ ঘণ্টায় ৮.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Weather Forecast : রবি থেকে ফের মতি-বদল আবহাওয়ার, সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা!
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। এদিন ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে হতে পারে বজ্রপাত।

বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। সারাদিনই রাজ্যের আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ। এদিকে বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য কমতে পারে বলে মনে করা হচ্ছে।

Rainfall Forecast : রবিতেই স্বস্তি ফেরাবে বৃষ্টি, ভিজবে কলকাতা সহ ৯ জেলা
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
শনিবার বেশিরভাগ জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাত হবে। ফলে তাপমাত্রাও কমতে পারে বেশ কিছুটা।

কবে হাওয়া বদল?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২ তারিখ থেকেই বৃষ্টিপাত সামান্য কমবে। কিন্তু, রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিছুটা একই রকম পরিস্থিতি থাকতে পারে। ৩ তারিখ অর্থাৎ আগামী সপ্তাহের শুরুর দিনেই বদলে যাবে আবহাওয়া। বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হবে।

Rainfall Forecast: ‘আকাশ ঘিরে মেঘ করেছে…’, সপ্তাহের শুরুতেই ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস
আগামী সপ্তাহে নতুন করে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস এখনও পাওয়া যায়নি। সেক্ষেত্রে বৃষ্টি বন্ধ হওয়ার কয়েকদিন পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে অন্যান্য রাজ্যের আবহাওয়া?
শনিবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং বিহারে। এড়াও সিকিমেও হতে পারে বৃষ্টিপাত। ভারী বৃষ্টির পূর্বাভাস জম্মু-কাশ্মীর, মোজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখন্ড, অসম ও মেঘালয়ে।

Rainfall Forecast: ভ্যাপসা গরমে হাঁসফাঁস বাংলা, বুধেই কি স্বস্তি ফেরাবে বৃষ্টি?
দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে মধ্য ভারত এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *