পুলিসের বিরুদ্ধে মারধরের অভিযোগ NCPCR চেয়ারপার্সনের। তিলজলা থানার ওসির বিরুদ্ধে FIR। ছুটিতে OC। ফৌজদারি মামলা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে। তদন্তভার নিল কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখা। NCPCR চেয়ারপার্সনের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। মহিলা কমিশনকেও চিঠি। হুমকি দেওয়ার পাশাপাশি অসম্মান করেছেন প্রিয়াঙ্ক কানুনগো। দাবি সুদেষ্ণা রায়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কেন্দ্রীয় দলকে সহযোগিতা করতে চায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন। দাবি চেয়রাপার্সন সুদেষ্ণা রায়ের। অভব্য আচরণের অভিযোগ NCPCR চেয়ারপার্সনের বিরুদ্ধে।
Updated By: Apr 1, 2023, 10:51 AM IST
