NIA In West Bengal : জিলেটিন স্টিক-অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও ২, NIA-এর জালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার – nia arrest two more persons from west bengal in explosive seizure case including one software engineer


সম্প্রতি জিলেটিন স্টিক এবং অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক উদ্ধার হয়েছিল বীরভূমে। সেই ঘটনাতেই এবার আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করল NIA। জানা যাচ্ছে, ধৃত এক ব্যক্তি কমপিউটারের ব্যবসা করতেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার মীর মহম্মদ নুরুজ্জামানকে শনিবার বিকাশ ভবন থেকে গ্রেফতার করে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি। অপর ধৃত মিরাজুদ্দিনকে গ্রেফতার করা হয় রানিগঞ্জ থেকে। এর আগে মহম্মদবাজার থেকে গ্রেফতার করা হয়েছিল রিন্টু শেখ নামে এক অভিযুক্তকে। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই দু’জনের নাম উঠে আসে।

NIA: নিজামের শহরে পুলওয়ামারে ধাঁচে হামলার ছক? বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও কাড়ি কাড়ি টাকা ভর্তি গাড়ি বাজেয়াপ্ত
এদিকে, রানিগঞ্জ, রাজারহাট ও মঙ্গলপুরে NIA তল্লাশিও শুরু করেছে। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ৮১ হাজার জিলেটিন স্টিক আর ২৭ হাজার কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট। গত বছর দুলাই মাসে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এরপরই এই ঘটনার তদন্তভার NIA-এর হাতে তুলে দেওয়া হয়।

West Bengal Latest News : ফের রাজ্যে টাকা উদ্ধার! গাড়ির পাদানি থেকে উদ্ধার রাশি রাশি নোটের বান্ডিল
শনিবার ধৃত দুই অভিযুক্তকে আদালতে তোলা হলে তাদের তিন দিনের NIA হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সল্টলেকের অফিসে দফায় দফায় জেরা করা হচ্ছে তাদের। কী ভাবে এবং কোন উদ্দেশ্যে বাংলায় এই বিপুল পরিমাণ বিস্ফোরক পবাচারের সঙ্গে তারা যুক্ত ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন NIA আধিকারিকরা।

Maoist Poster : লালগড়ে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার! আবগারি আধিকারিকের কাছে ১৫ লাখ দাবি
এক NIA আধিকারিক জানিয়েছেন, গত বছর যে বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছিল সেগুলি এমন কোথাও বা কারও মাধ্যমে পাচার করা হয়েছিল যাদের কোনওরকম লাইসেন্স নেই। এই দুই ধৃতও সেই পাচারের কাজের সঙ্গেই জড়িত ছিল বলে অনুমান। খনিতে ব্যবহার করার জন্য যে ধরণের বিস্ফোরকের প্রয়োজন হয়, সেগুলি সরবরাহ করার জন্য মিরাজুদ্দিনের পরিবারের লাইসেন্স রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।

Murshidabad News : হেরোইন নিয়ে বাসে চেপে পাচারের চেষ্টা! ঘটনায় অভিযুক্ত তরুণী
এ প্রসঙ্গে, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, “এই ঘটনাই প্রমাণ করে বাংলা অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে উঠেছে। পালটা জবাব দিয়েছে শাসকদলও। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “এই ধরণের বিস্ফোরক সরবরাহ করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ইস্যু করে কেন্দ্রই। সব কিছু জন্য এবং যে কোনও ইস্যুতে রাজ্য সরকারকে দায়ী করা বন্ধ করুক BJP।'”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *