Purba Medinipur : মৎস্য বিভাগের অভিনব উদ্যোগ, মাছ চাষ সম্প্রসারণে ব্যবহার ডিজিটাল প্রযুক্তি – innovative initiative of fisheries department uses digital technology to expand fish farming in nandigram


West Bengal News : আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ বা সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌছনোর উদ্দেশ্যে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। নন্দীগ্রাম ১ ব্লক মৎস্য বিভাগ ‘মৎস্য বিভাগ- নন্দীগ্রাম ১’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছে। এর মাধ্যমে কোনও মৎস্যচাষী, মৎস্যজীবি ও নব মৎস্য উদ্যোক্তা নিজের বা অন্য কোনও ব্যক্তির মোবাইল ফোনের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করে মৎস্য দফতরের বিভিন্ন প্রকল্প, নির্দেশিকা ও চাষের যাবতীয় তথ্য পাবেন।

Trending News: ক্যাশবাক্স থেকে উধাও হচ্ছে টাকা! মানুষ নয়, CCTV-তে ধরা পড়ল ‘অন্য’ চোরের ছবি
এই হোয়াটসঅ্যাপ গ্রুপের QR কোড পোস্টারের শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি। আজ থেকে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে হোয়াটসঅ্যাপ গ্রুপ QR কোড পোস্টার লাগানো হয়েছে যাতে অতি সহজে মাছ চাষীরা যুক্ত হতে পারেন। এলাকায় আপামর সকল মৎস্যজীবীদের এই অভিনব ডিজিটাল সংযুক্তিতে বেশ উৎসাহ দেখা দিয়েছে।

এই উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য কি?

মৎস্য দফতরের এক আধিকারিক এই বিষয়ে বলেন, “আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ, সেবা দ্রুত ও কার্যকর ভাবে পৌঁছনো, মৎস্য চাষীদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, মৎস্যচাষীদের একজন আরেকজনের সহযোগিতা করা, একজন নতুন সদস্য উদ্যোক্তা তৈরি করা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য।”

BJP West Bengal : শুভেন্দু গড়ে গেরুয়া ঝড়! ১১-১ ব্যবধানে তৃণমূলকে হারিয়ে জয়ী BJP
এই বিষয়ে নন্দীগ্রাম ১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “মৎস্য সম্প্রসারনের উদ্দেশ্যে যেমন প্রত্যন্ত গ্রামে গঞ্জে বৈঠক করছি, তেমনি মৎস্য দফতরের বার্তা নির্দেশিকা সহ প্রতিনিয়ত উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি মৎস্য চাষী, মৎস্যজীবি ও নব মৎস্য উদ্যোক্তাদের নিকট আরও সহজে ও দ্রুত পৌছে দিতে এই ‘মৎস্য বিভাগ- নন্দীগ্রাম ১’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে। এবং মৎস্য দফতরের কার্যালয় সহ দুয়ারে সরকার ক্যাম্পে ক্যাম্পে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ QR কোড পোষ্টার লাগানো হয়েছে।”

Lovely Maitra : কখনও পায়ে হেঁটে-কখনও স্কুটিতে, নন্দীগ্রাম ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে লাভলি
এই বিষয়ে স্থানীয় এক মৎস্যজীবী বলেন, “এই উদ্যোগের বিষয়ে শুনলাম। ভালো উদ্যোগ। কিন্তু আমরা পুরনো দিনের মানুষ, মাছ ধরে জীবনযাপন করি। নতুন যুগের স্মার্টফোন হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এসবে অতটা স্বচ্ছন্দ নই। তবু চেষ্টা করব সরকারের এই নতুন প্রয়াসটি একটু ভালো করে জানার। বাড়িতে ছেলে মেয়ে দের স্মার্টফোন আছে। সেখান থেকেই গ্রুপে গিয়ে তথ্য আদায়ের চেষ্টা করব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *