Recruitment Scam : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরির নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, নরেন্দ্রপুরে ধৃত ১ – narendrapur police arrest one woman for fake job scam in jadavpur university


West Bengal News : বিগত বেশ কয়েকমাস ধরে রাজ্যে অন্যতম চর্চার বিষয় নিয়োগ দুর্নীতি। এই দুর্নীতির জালে জড়িয়ে কেউ হারিয়েছেন মোটা মোটা টাকা, আবার কেউ মোটা মোটা টাকার মালিক হয়ে বর্তমানে দিন কাটাচ্ছেন শ্রীঘরে। এগুলি বেশিরভাগই হয়েছে রাজ্য সরকারী চাকরি দেওয়ার নাম করে। আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে সাড়ে ছয় লাখ টাকা নেওয়ার অভিযোগে এক মহিলাকে নিজেদের হেফাজতে নিল নরেন্দ্রপুর থানার পুলিশ৷ ধৄতের নাম ইচ্ছা সিনহা দাস৷

South 24 Parganas News : BJP কর্মীর জায়গা দখলের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাবার বিরুদ্ধে, এলাকায় চলছে পুলিশি টহলদারি
প্রসঙ্গত উল্লেখ্য, ওই মহিলা আবার এই মুহূর্তে অন্য একটি মামলায় জড়িয়ে জেল হেফাজতেই ছিলেন। তার আগে সংবাদমাধ্যমের এক কর্মীকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পারচেজ ম্যানেজার পদে চাকরি দেওয়ার অফার দেন তিনি৷ এই কারণে তার কাছ থেকে মোটা টাকাও নিয়েছেন একাধিকবার৷ নাম প্রকাশে অনিচ্ছুক ওই সংবাদকর্মী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন৷

সেই অভিযোগের তদন্তে নেমেই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিল পুলিশ৷ এর আগে মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে লাখ টাকার বেশি নেওয়া ও সরকারি নথি জাল করার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল সোনারপুর থানার পুলিশ৷ বর্তমানে তিনি জেল হেফাজতে ছিলেন৷ নরেন্দ্রপুর থানায় চাকরি দেওয়ার নাম করে জালিয়াতির অভিযোগ জমা পড়লে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷

Calcutta High Court : চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ পুলিশ কর্তার? CID তদন্তের নির্দেশ হাইকোর্টের
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য বারুইপুর মহকুমা আদালতে আবেদন জানানো হয়৷ সেই আবেদনে মঞ্জুর করেছে আদালত৷ উল্লেখ্য, ধৄত ইচ্ছা সিনহা দাস একজন পুলিশ অফিসারের স্ত্রী৷ তার স্বামী ২০১৯ সালে একটি পথ দুর্ঘটনায় সোনারপুরে মারা যান৷

অভিযুক্ত ইচ্ছা সিনহা দাস নিজেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অফিসার পরিচয় দিয়ে এই প্রতারণা করেন বলে অভিযোগ৷ নিজেকে IPS অফিসার বলেও পরিচয় দিতেন তিনি৷ ধৄতকে বারুইপুর আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷ ধৄতের বিরুদ্ধে ৪২০, ৪০৬ ও ৪৭১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷

Murshidabad News : SI পরিচয়ে সিভিক ভলান্টিয়ারকে কিল-ঘুষি! অন্ডাল থেকে গ্রেফতার ভুয়ো পুলিশ
এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, “আমাদের কাছে এই বিষয়ে একজন অভিযোগ দায়ের করেছিলেন। তিনি একটি সংবাদ মাধ্যমের কর্মী। নিজের নাম পরিচয় গোপন রেখে তিনি এই অভিযোগ করেছেন। তাঁর স্বপক্ষে প্রমানও পেশ করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ৷”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *