Cooch Behar BJP : বাজারে বিজেপি কর্মীর গায়ে ‘থুতু’ ছেটানোর অভিযোগ! ‘ভিত্তিহীন’ দাবি তৃণমূল কর্মীর – trinamool worker has been allegedly accused of harassing a bjp worker in cooch behar


Cooch Behar News : বাজারের মধ্যে দাঁড়িয়ে এক বিজেপি কর্মীকে চূড়ান্ত হেনস্থা করার অভিযোগ। বিজেপি কর্মীর গায়ে ছিটিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয় কিছু তৃণমূল কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা দিনহাটায়। তবে ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনাটি নিয়ে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Uttar 24 Pargana : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বিধায়ককে ঘিরে বিক্ষোভ-হাতাহাতি! উত্তেজনা আমডাঙায়
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে দিনহাটার বাসন্তীরহাট বাজারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মী পার্থ শীলের অভিযোগ, গতকাল রাতে বাসন্তীরহাট বাজারে এক দোকানের সামনে তিনি দাঁড়িয়েছিলেন। অভিযোগ, হঠাৎই স্থানীয় তৃণমূলের কয়েকজন কর্মী সেখানে এসে তাঁকে ঘেরাও করে গালিগালাজ করে। ধাক্কাধাক্কির পাশাপাশি তাঁর গায়ে ‘থুতু’ ছেটানো হয়। এমনকী ‘থুতু’ চাটানো হয় বলেও অভিযোগ।

Dakshin 24 Pargana : বাড়িতে বৃদ্ধ বাবা-মা থাকাকালীন BJP কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ, চাঞ্চল্য ক্যানিংয়ে
বিজেপি কর্মীকে হেনস্থা করার অভিযোগকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় স্থানীয় সাহেবগঞ্জ থানায়। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ এলে ঝামেলা প্রশমিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত ক্ষুব্ধ স্থানীয় বিজেপি কর্মীরা। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে বাসন্তীরহাট বাজার এলাকায় পথ অবরোধ করার পরিকল্পনা নেওয়া হয়।

CPIM TMC Clash : দলীয় পতাকা লাগানো নিয়ে CPIM-TMC সংঘর্ষ, পিংলায় আহত দুই পক্ষের ৭
যদিও পুলিশি হস্তক্ষেপে অবরোধ হয়নি। তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দিনহাটা -২ ব্লক সহ সভাপতি আব্দুস সাত্তার বলেন, “বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলছে। কাউকে হেনস্থা করা হয়নি।” তবে গোটা ঘটনায় সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে।

Pradhan Mantri Aawas Yojana : গৃহসমীক্ষার জায়গায় হচ্ছে জনসমীক্ষার কাজ! অভিযোগে আশা কর্মীকে হেনস্থা, শোরগোল গোঘাটে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিধানসভা কেন্দ্রের অধীনে রাম নবমী পালনের আয়োজন করা হয়। স্থানীয় বাসন্তীরহাট বাজারের কাছে রাম পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে স্থানীয় বিজেপি কর্মীরাও অংশ নেয়। এরপর থেকেই ওই এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে। এরপরই শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।

Trinamool Congress : ‘আক্রমণ নয় বাঁচাতে গিয়েছিলাম’, তৃণমূলে যোগ দিয়ে দাবি উদয়ন গুহ হামলায় অভিযুক্ত ধনঞ্জয়ের
স্থানীয় বিজেপি নেতা বিশ্বনাথ কিন্নর বলেন, “বাসন্তীহাট বাজারে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জমায়েত হয়েছিল। আমাদের একজন কর্মীকে চূড়ান্ত হেনস্থা করেছে। গালিগালাজ করা হয়, এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। পুরো ঘটনা সিসিটিভিতে আছে ” তৃণমূল নেতা আব্দুস সাত্তার বলেন, “বিজেপি একের পর এক মিথ্যা অভিযোগ করে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এঁদের পায়ের তোলার মাটি সরে গিয়েছে। সে কারণে এরকম বিভিন্ন মিথ্যা অভিযোগ জানাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *