সিলেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং এর চোখে পড়েন অভিষেক। এবারে দিল্লি ক্যাপিটালস এর হয়ে গ্লাভস হাতে উইকেট কিপিং করতে দেখা যাবে চন্দননগরের ছেলে অভিষেক পোড়েলকে। গত বুধবার সেই সুসংবাদ এসে পৌঁছতেই আনন্দে মেতে উঠেছে তাঁর পরিবার ও প্রতিবেশীরা।
পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই অভিষেক খেলাধূলায় ছিল বেশ পারদর্শী। মাত্র চার বছর বয়সে পরিবারের সঙ্গে টিভির সামনে খেলা দেখতে বসে হঠাৎ অভিষেককে ওইটুকু বয়সে ব্যাট করতে দেখে বিস্মৃত হয়ে পড়েন বাবা সোমনাথ পোড়েল। এরপরে ন্যাশনাল ক্লাবের ক্রিকেটার প্রদীপ মণ্ডলের কাছে ভর্তি করেন ছেলেকে। তখন থেকেই উইকেট রক্ষক হিসেবে গ্লাভস হাতে মাঠে নেমে পড়া।
পরবর্তীকালে কলকাতায় বিভাস স্যারের কাছে উইকেট রক্ষক হিসাবে প্র্যাকটিস শুরু করে অভিষেক। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। পড়াশোনার পাশাপাশি খেলাধূলা চালিয়ে যেতে থাকে হুগলির চন্দননগরের সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় বাসিন্দা অভিষেক।
বর্তমানে একটি আবাসনে মা বাবার সঙ্গে থাকেন বছর কুড়ির এই তরুণ ক্রিকেটার। কানাইলাল বিদ্যামন্দির স্কুল থেকে তাঁর পড়াশোনা। ২০১৯ এর অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সদস্য ছিল অভিষেক। তারপরে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফলাফল। আইপিএল বরাবরই স্বপ্ন ছিল অভিষেকের। অবশেষে মিলেছে সেই সুযোগ।
অভিষেকের বাবা সোমনাথ পোড়েল জানিয়েছেন, ছেলে যত চাপে পড়ে ততই মাথা ঠান্ডা রেখে খেলতে পারে। কখনো মাঠে নামার সুযোগ পায় তাহলে অবশ্যই অভিষেক নিজের বেস্ট পারফরমেন্স দেবে। মা অনিমা পোড়েল জানান, যখন খবরটা শুনলাম তখন খুব আনন্দ হয়েছিল। ছোট থেকেই খেলার প্রতি আগ্রহ ছিল ছেলের। খেলাধূলা নিয়ে ছেলেকে কোনও সময় আপত্তি করিনি। বরং উৎসাহ যুগিয়েছি । ছোট থেকেই ও ভালো খেলত। আইপিএল যখন সুযোগ পেয়েছে আশা করি সেখানেও ভালো খেলবে।
