Durgapur Shootout Raju Jha: গোরুপাচারকাণ্ডে ফেরার আব্দুল লতিফের গাড়িতেই খুন রাজু! ‘কয়লা মাফিয়া’ খুনে জোরালো ‘বীরভূম কানেকশন’ – durgapur shootout late coal businessman using anubrata mondal close aide abdul latif car who alleges in cattle smuggling case


শনিবার ভর সন্ধ্যায় শক্তিগড়ে ফিল্মি কায়দায় শ্যুট আউটে খুন হন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা । যে গাড়িতে করে, সেই রাজুর ঝা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই গাড়িটি ছিল বীরভূমের অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আব্দুল লতিফের । কিন্তু কে এই আব্দুল লতিফ ? তার গাড়িতে রাজু ঝাই বা কী করছিল ? উঠছে একাধিক প্রশ্ন। বীরভূমের ইলামবাজারের সুক বাজারের বাসিন্দা আব্দুল লতিফ । জানা গিয়েছে,২০১০ সাল থেকে গোরু পাচারের সঙ্গে যুক্ত তিনি । এছাড়াও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই আব্দুল লতিফ এক কথায় গোরু পাচারের কিং পিং বলা চলে তাকে। ইলামবাজারের গোরুর হাটও নিয়ন্ত্রণ করত এই আব্দুল লতিফ বলে স্থানীয় সূত্রে দাবি।

Raju Jha Business : খালাসি থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য, কী ভাবে উত্থান ‘কয়লা মাফিয়া’ রাজুর?

ইলামবাজারের গোরুবাজার সংলগ্ন সুখ বাজারে রয়েছে তার বিশাল প্রাসাদোপম বাড়ি । একটি বড় গাড়ির শোরুম, মার্বেল এর ব্যবসা, হোটেল ব্যবসা ছাড়াও একাধিক বৈধ ও অবৈধ বালি ব্যবসার সঙ্গে যুক্ত এই আব্দুল লতিফ । এমনকি বীরভূমের ইলামবাজারের গোরুর হাট থেকে বাংলাদেশে কন্টেনারে করে গোরুপাচার হত ৷ বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এই গোরু পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল লতিফের ৷

গোরুপাচারকারী এনামুল হকের অন্যতম সঙ্গী ছিলেন লতিফ ৷ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই আব্দুল লতিফের খোঁজে তল্লাশি শুরু করে সিবিআই ৷ এছাড়াও প্রচুর গাড়িও রয়েছে তার যার মধ্যে অন্যতম এই টয়োটা এস ইউ ভি গাড়িটি । এই আব্দুল লতিফকে গোরু পাচার মামলায় তলব করেছিল সিবিআই তারপর থেকেই পলাতক সে ।

Raju Jha Durgapur : ‘কয়লা মাফিয়া’ রাজুর শরীর এফোঁড়-ওফোঁড় করে ৭ বুলেট! শক্তিগড় শ্যুটআউটে চাঞ্চল্যকর তথ্য

তবে সূত্রের খবর, বেশ কিছুদিন আগে জেলায় পুনরায় পা রাখলেও। শনিবার শ্যুট আউটের ঘটনার পর থেকে আবার জেলা ছাড়েন তিনি। জানা গিয়েছে, শনিবার দুবরাজপুরের বাসিন্দা শেখ নূর অর্থাৎ ড্রাইভারকে নিজের suv গাড়ি (WB 48D 7032) সহ আব্দুল লতিফ পাঠিয়েছিল দুর্গাপুর । যে গাড়িটি কেনা হয়েছিল ২০২০ সালের ৩ জানুয়ারি গাড়িটি কেনা হয় এবং বোলপুর rto তে সেই গাড়িটির রেজিস্ট্রেশনও ছিল । পরে দুর্গাপুর থেকে রাজু ঝা-দের নিয়ে এসইউপি গাড়িটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। সেই গাড়িতে করে কলকাতার যাওয়ার সময় শক্তিগড়ে তাদের গাড়ি দাঁড়ালে দুষ্কৃতীরা এসে গুলি বৃষ্টি শুরু করে আর তাতেই মৃত্যু হয় রাজু ঝা-র।

Anubrata Mondal News: অবৈধ পাথর ব্যবসার কোটি কোটি টাকা আয়ে মামলার খরচ? অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলুকে তলব

সূত্রের খবর, আব্দুল লতিফের হোটেল সহ বিভিন্ন ব্যবসায় অংশীদারিত্ব ছিল এই রাজু ঝা-এর। এছাড়াও দামোদরের বালিঘাটেও দুজন একসঙ্গে ব্যবসা চালাতেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অনেকদিন বেপাত্তা থাকার পর কয়েকদিন আগে আব্দুল লতিফকে পুনরায় দেখা যায় ইলামবাজারে। কিন্তু গতকালকের এই ঘটনার পর থেকে আর ইলামবাজার দেখা যায়নি আব্দুল লতিফকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *