প্লাস্টিক বস্তায় পাঁচটি কাগজের প্যাকেটে ছিল। প্রায় ২৫০টি উত্তরপত্র উদ্ধার হয়েছে৷ কোচবিহারের স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল জানান, ঘোকসাডাঙ্গা পুলিশের কাছ থেকে উত্তরপত্র উদ্ধার করেছে সংসদ৷
পুলিশ জানিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশবিশা গ্রামের শ্যামল বর্মন ঘোকসাডাঙ্গা হিমঘরে কাজ করে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় প্লাস্টিকের বস্তা দেখতে পান। বস্তা খুলে তিনি দেখেন, তার মধ্যে পাঁচটি প্যাকেট৷ তিনি প্রতিবেশী শিক্ষক দুলাল বর্মনকে ডেকে দেখান। প্যাকেট দেখে দুলাল বুঝতে পারেন, কাগজের প্যাকেটগুলোয় এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাষ্ট্র বিজ্ঞানের উত্তরপত্র। তাই তিনি সযত্নে খাতাগুলো নিজ দায়িত্বে রাখেন।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘ঘটনাটি দুর্ভাগ্যজনক। প্রধান পরীক্ষকের বাড়ি থেকে খাতার প্যাকেট পরীক্ষক নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন, তখনই কোনওভাবে সেটি বাইক থেকে পড়ে গিয়েছে। তবে খাতার প্যাকেট পুরোপুরি সিল থাকে। ভিতরে প্লাস্টিকও থাকে। খাতার প্যাকেট বা খাতার কোনও ক্ষতি হয়নি।’ তবে এই ঘটনা ঘটা উচিত হয়নি বলেই তাঁর মত। তাঁর কথায়, ‘জেলাস্তরে অনেকবার এই বিষয়ে সচেতন করা হয়েছে।’
