HS Exam Answer Sheet : রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উচ্চ মাধ্যমিকের খাতা! কোচবিহারে শোরগোল – cooch behar hs exam answer sheets are scattered on the streets


এই সময়, কোচবিহার ও কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা রাস্তায় বস্তা বন্দি অবস্থায় পাওয়া গেল৷ গ্রামবাসীরা তা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন। এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে উদ্ধার হওয়া উত্তরপত্র জমা করা হয়েছে৷ কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার উনিশবিশা গ্রামে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞানের খাতা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Higher Secondary Examination : প্রশ্ন সহজ, বলছে উচ্চ মাধ্যমিক সংসদ
প্লাস্টিক বস্তায় পাঁচটি কাগজের প্যাকেটে ছিল। প্রায় ২৫০টি উত্তরপত্র উদ্ধার হয়েছে৷ কোচবিহারের স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল জানান, ঘোকসাডাঙ্গা পুলিশের কাছ থেকে উত্তরপত্র উদ্ধার করেছে সংসদ৷

Higher Secondary 2023: নির্বিঘ্নে মিটল উচ্চ মাধ্যমিক, আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে এআই? যা জানাল সংসদ
পুলিশ জানিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশবিশা গ্রামের শ্যামল বর্মন ঘোকসাডাঙ্গা হিমঘরে কাজ করে শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় প্লাস্টিকের বস্তা দেখতে পান। বস্তা খুলে তিনি দেখেন, তার মধ্যে পাঁচটি প্যাকেট৷ তিনি প্রতিবেশী শিক্ষক দুলাল বর্মনকে ডেকে দেখান। প্যাকেট দেখে দুলাল বুঝতে পারেন, কাগজের প্যাকেটগুলোয় এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাষ্ট্র বিজ্ঞানের উত্তরপত্র। তাই তিনি সযত্নে খাতাগুলো নিজ দায়িত্বে রাখেন।

Nadia School : উচ্চ মাধ্যমিক চলাকালীন হইচই করে ভাত-মাংস সহযোগে শিক্ষকদের ‘লাঞ্চ পার্টি, বিতর্ক নদিয়ার স্কুলে
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘ঘটনাটি দুর্ভাগ্যজনক। প্রধান পরীক্ষকের বাড়ি থেকে খাতার প্যাকেট পরীক্ষক নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন, তখনই কোনওভাবে সেটি বাইক থেকে পড়ে গিয়েছে। তবে খাতার প্যাকেট পুরোপুরি সিল থাকে। ভিতরে প্লাস্টিকও থাকে। খাতার প্যাকেট বা খাতার কোনও ক্ষতি হয়নি।’ তবে এই ঘটনা ঘটা উচিত হয়নি বলেই তাঁর মত। তাঁর কথায়, ‘জেলাস্তরে অনেকবার এই বিষয়ে সচেতন করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *