Nawsad Siddique : ‘তৃণমূল হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে না…’, ভাঙড়ের মিছিল থেকে হুঙ্কার নওশাদের – nawsad siddique attacks trinamool congress from bhangar


Bhangar TMC : তৃণমূল যে জমি হারিয়েছে, তা পুনরুদ্ধার আর সম্ভব নয় – ভাঙড়ে ফের বিশাল মিছিলের আয়োজন করে হুঙ্কার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। গত বিধানসভা নির্বাচন থেকে যেভাবে ভাঙড়ে দুর্বল হতে শুরু করেছে রাজ্যের শাসকদল, আগামী পঞ্চায়েত নির্বাচনেও তার অন্যথা হবে না বলে দাবি নওশাদের। রবিবার ভাঙড়ে বিশাল মিছিলের কারণে বাসন্তী হাইওয়ে ঘটকপুকুর মোড় অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয় যান চলাচল।

Arjun Singh : পঞ্চায়েতে ISF কোনও ফ্যাক্টর নয়: অর্জুন সিং
রবিবার ভাঙড় বিধানসভার ভোজেরহাট থেকে নওশাদ সিদ্দিকির নেতৃত্বে একটি গাড়ি মিছিল শুরু করে আইএসএফ কর্মী সমর্থকরা। মূলত এলাকায় এলাকায় জনসংযোগ কর্মসূচি গ্রহণের জন্যই এই গাড়ি মিছিল বলে জানানো হয়। জেল থেকে বেরিয়ে প্রথম ভাঙড়ে ঢুকে একই কর্মসূচি গ্রহণ করেন নওশাদ সিদ্দিকি। ভাঙড় ১ নম্বর ব্লকে জন সংযোগের জন্যে বিশাল মিছিলের আয়োজন করা হয় এদিন।

Dakshin 24 Pargana : ভাঙড় নিয়ে ‘কাকা’-র কাছে শওকত! রেজ্জাক বললেন, ‘ও পারবেই…’
নওশাদ এদিন বলেন, “ভাঙড় ১ নং ব্লকের মানুষের সঙ্গে জনসংযোগ করতেই আজকের আমাদের এই কর্মসূচি। এখানে মানুষের যে অভাব অভিযোগ আছে সেগুলো জানব, সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট দফতর অনুযায়ী আমি চিঠি পাঠাবো। আমি তো শাসকদলে নেই, তাই সঙ্গে সঙ্গে সমাধান করতে পারব না।” তবে এই অঞ্চলে তৃণমূল যে চূড়ান্ত দুর্নীতি করেছে, সে ব্যাপারে জোর সমালোচনা করেন তিনি।

DYFI Procession : ‘নাটকবাজরা ধর্মতলায় নাটক করছে…’, হাওড়ায় DYFI-র মিছিলে হুঙ্কার মীনাক্ষীর, ব্যারিকেড ভাঙার চেষ্টা
কয়েক মাস আগেই ভাঙড় কেন্দ্রে গোষ্ঠীকোন্দল কমাতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয় তৃণমূল। এরপর তৃণমূল নেতা কাইজার আহমেদ, বিধায়ক শওকত মোল্লা, আরাবুল ইসলামকে হাতে হাত মিলিয়ে মিছিল করতে দেখা যায়। যদিও শওকত মোল্লাকে দায়িত্বভার তুলে দেওয়ার ব্যাপারেও কটাক্ষ করেন নওশাদ।

Didir Doot : ‘দলীয় কর্মসূচিতে ডাকা হয় না…’, ক্ষোভের মুখে খোদ তৃণমূল বিধায়ক
নওশাদের কথায়, “এই অঞ্চলে শওকত মোল্লাকে দায়িত্ব না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বা তৃণমূল সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিতে পারতেন। তাহলে ওঁরা দেখতে পারেন, তাঁদের ছবি টাঙিয়ে এখানকার তৃণমূল নেতারা কীভাবে দুর্নীতি করেছে।”

Uttar 24 Pargana : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, বিধায়ককে ঘিরে বিক্ষোভ-হাতাহাতি! উত্তেজনা আমডাঙায়
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ভাঙড় হাতিশালায় তৃণমূল এবং আইএসএফের চূড়ান্ত সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুর, মারামারির ঘটনায় দুই দলের একাধিক কর্মী গ্রেফতার হন। পরে এই ঘটনার প্রতিবাদে ধর্মতলায় আইএসএফের প্রতিবাদ কর্মসূচি কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়। এরপরেই সেই ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়।

TMC Joining : ISF গড়ে বড় ভাঙন! তৃণমূলে যোগ ৩০ পরিবারের
জেল থেকে জামিন পাওয়ার পর ভাঙড় ১ নং ব্লকে এই প্রথম জনসংযোগ কর্মসূচিতে নামেন নওশাদ। রবিবার বাসন্তী হাইওয়ে ঘটকপুকুর মোড়ে আইএসএ কর্মী সমর্থকদের উচ্ছ্বসিত ভিড় দেখা যায়। বন্ধ হয় গাড়ি চলাচল। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *