Raju Jha Business : কয়লা খালাসি থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য, কী ভাবে উত্থান ‘কয়লা মাফিয়া’ রাজুর? – raju jha murder case how he became a successful businessman here is his bio


প্রথম জীবনে তিনি কাজ করতেন কয়লার খালাসি হিসেবে। এরপরেই বাম জামানায় তাঁর নজরকাড়া উত্থান। বেআইনি কয়লা কারবার থেকে শুরু করে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে দুর্গাপুরের রাজেশ ঝা ওরফে রাজু ঝার। শনিবার শক্তিগড়ে শ্যুটআউটে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, প্রায় সাতটি বুলেট ঝাঁঝরা করে দেয় তাঁর দেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Raju Jha : শক্তিগড়ে ‘ফিল্মি কায়দায়’ শ্যুটআউট, পরপর গুলিতে ঝাঁঝরা দুর্গাপুরের রাজু
রাজু ঝা বিহারের দ্বারভাঙা এলাকার বাসিন্দা। পরবর্তীতে তিনি দুর্গাপুরে চলে আসেন। প্রথম জীবনে কয়লার ট্রাকের খালাসি ছিলেন তিনি। ২০১১ সালের আগে, খনি অঞ্চলে অবৈধ কয়লার কারবারে রাজুর নাম উঠে এসেছিল। অণ্ডাল থেকে ডানকুনির আগে পর্যন্ত একছত্র দাপট ছিল তাঁর, সূত্রের খবর এমনটাই।

২০০৬ সালে একবার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন রাজু। কয়লা সংক্রান্ত নানা অভিযোগে ২০১১-এর ৩ জুলাই রাজুকে পুলিশ রানিগঞ্জ থেকে গ্রেফতার করে।

Raju Jha Durgapur : ‘কয়লা মাফিয়া’ রাজুর শরীর এফোঁড়-ওফোঁড় করে ৭ বুলেট! শক্তিগড় শ্যুটআউটে চাঞ্চল্যকর তথ্য
অন্যদিকে, ২০০৬ সাল থেকে ধীরে ধীরে দুর্গাপুরে বিভিন্ন ব্যবসা শুরু করেন রাজু। দুর্গাপুরের সিটি সেন্টারে তাঁর বিলাসবহুল রেস্তরাঁ, শাড়ির দোকান রয়েছে, সূত্রের খবর এমনটাই। এছাড়াও একটি নামী হোটেলের মালিক তিনি, স্থানীয় সূত্রে খবর এমনটাই। ২০২০ সালের ডিসেম্বর মাসে দুর্গাপুরে সভা করেছিলেন BJP নেতা দিলীপ ঘোষ এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

দুর্গাপুরের পলাশডিহার সভামঞ্চে অর্জুন সিংহ ও BJP-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান রাজু। সেই সময় মঞ্চ থেকে রাজুর পরিচয় দেওয়া হয় ‘বিশিষ্ট সমাজসেবী’ হিসেবে। এই নিয়েও বিতর্ক তুঙ্গে ওঠে।

Anurag Thakur Mamata Banerjee : শিবপুরে অশান্তির ঘটনায় মমতাকে তোপ অনুরাগের, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অসন্তোষ প্রকাশ
শনিবার সন্ধ্যায় রাজু ঝা তাঁর দুর্গাপুরের বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। গাড়িতে রাজু ঝা ছিলেন চালকের পাশের আসনে। সঙ্গে ছিলেন ব্যবসায়ী তথা তাঁর সহকর্মী অণ্ডাল থানার দক্ষিণখণ্ডের বাসিন্দা ব্রতিন মুখোপাধ্যায়। বর্ধমানে শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে রাজু ঝার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়িতে থাকা তাঁর সহকর্মীর গুলি লাগে। হাসপাতালেই মৃত্যু হয় রাজুর। তাঁর সহকর্মী আপাতত চিকিৎসাধীন।

Dilip Ghosh on Raju Jha: ‘কয়লা কেলেঙ্কারি ঢাকতে মুখ বন্ধ করা হল!’ রাজু ঝা হত্যাকাণ্ডে বিস্ফোরক দিলীপ
এদিকে তাঁর মৃত্যুর পর রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন পড়েছে। দুর্গাপুরের BJP নেতা লক্ষণ ঘরুই বলেন, “একুশের নির্বাচনের আগে BJP ক্ষমতায় আসবে এই ভাবনা নিয়ে অনেকেই দলে যোগদান করেছিলেন। রাজুও BJP-তে যোগ দেন। কিন্তু, নির্বাচন ঘোষণার আগেই বাঁকুড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর তাঁর সঙ্গে গেরুয়া শিবিরের কোনও সম্পর্ক ছিল না।”

Atique Ahmed : গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আতিকের উত্থান কী ভাবে?
রাজ্যকে তোপ দেগে তাঁর সংযোজন, “আমার প্রশ্ন বাংলায় আইন-শৃঙ্খলা কোথায়! কে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তা বড় কথা নয়। কেন তাঁকে খুন হতে হল!”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *