Raju Jha Durgapur : ‘কয়লা মাফিয়া’ রাজুর শরীর এফোঁড়-ওফোঁড় করে ৭ বুলেট! শক্তিগড় শ্যুটআউটে চাঞ্চল্যকর তথ্য – police found a suspicius blue car after shaktigarh shootout 7 bullet reportedly found in raju jha body


রাস্তার পাশে দাঁড় করানো ছিল SUV গাড়ি। অপর একটি গাড়িতে করে এসে পাশেই নামে দুই ব্যক্তি। এরপরেই SUV-র ভেতর এলোপাথাড়ি গুলি। ঠিক কী ঘটছে ঠাহর করতে পাচ্ছিলেন না আশেপাশের মানুষজন। কাছে এসে তাঁরা দেখেন গাড়ির ভেতর রক্তাক্ত দুই ব্যক্তি। শক্তিগড় শ্যুটআউটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অবৈধ কয়লা কারবারে অভিযুক্ত রাজেশ ঝা ওরফে রাজু ঝায়ের মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এর মধ্যে সন্দেহ আরও বাড়িয়েছে একটি নীল রংয়ের গাড়ি।

Raju Jha : শক্তিগড়ে ‘ফিল্মি কায়দায়’ শ্যুটআউট, পরপর গুলিতে ঝাঁঝরা দুর্গাপুরের রাজু
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাতটি বুলেট এফোঁড় ওফোঁড় করে রাজুর শরীর। বাম কাঁধে,বুকে ও পেটে গুলি লেগেছিল তাঁর, সূত্রের খবর এমনটাই। বর্ধমান অনময় সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘটনাস্থল আগে থেকেই রেইকি করেছিল দুষ্কৃতীরা। খুন করার পর গা ঢাকা দেওয়ার জন্য গাড়ির পরিবর্তে তারা ট্রেন বা অন্য কোনও রুট ব্যবহার করেছে বলেও প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

Gangster Atique Ahmed : কুখ্যাত গ্যাংস্টার আতিকে উত্তরপ্রদেশে আনার পথে বিপত্তি! পুলিশের কনভয়ে ঢুকল গোরু
শক্তিগড়ের জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে একটি নীল রংয়ের গাড়ি। পুলিশ সূত্রে খবর, এই গাড়ির ভেতর থেকে একাধিক নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই গাড়িটিকেই ব্যবহার করে আততায়ীরা। পুলিশ যে সময় গাড়িটি উদ্ধার করে তখন সেখানে যে নম্বর প্লেটটি লাগানো ছিল তা আসল নয় বলেই তদন্তকারীদের অনুমান।

Dakshin 24 Pargana : ঘর থেকে উদ্ধার স্কুল শিক্ষকের দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা

রাজু ঝায়ের হত্যারহস্য সমাধানে এই গাড়িটি অন্যতম উল্লেখযোগ্য একটি হাতিয়ার হয়ে উঠতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। এদিকে ইতিমধ্যেই রাজুর মৃত্যুর পর রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। BJP নেতা দিলীপ ঘোষকে তোপ দেগেছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়

তিনি একটি টুইটে লেখেন, “আজ BJP-তে যাঁরা বড় বড় কথা বলছেন তাঁদের সঙ্গে আমার রাজু ঝাঁকে নিয়েই মতানৈক্য হয়েছিল। রাজু ঝাকে ঘটা করে BJP-তে যোগদান করিয়েছিলেন দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয়।” এদিকে রাজু ঝায়ের মৃত্যুর ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ।

Nadia Bomb Recovery : নদিয়ায় বাঁশ বাগান থেকে ১০ টি বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
প্রসঙ্গত, ২০১১ সালের আগে বিভিন্ন বেআইনি কয়লা ব্যবসার সঙ্গে রাজুর যুক্ত থাকার অভিযোগ সামনে এসেছিল। তবে একাধিক ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। হোটেল ব্যবসা থেকে শুরু করে শাড়ির দোকান, ধীরে ধীরে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করেছিলেন রাজু

Atique Ahmed : গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আতিকের উত্থান কী ভাবে?
২০২০ সালে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। আর এই নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। শনিবার রাতে তাঁর উপর গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতায় যাওয়ার সময় খুন হতে হয় তাঁকে। কে বা কারা তাঁর হত্যার ছক কষেছিল? এখন এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *