Ramnabami Clash at Howrah: পুলিশি নিষেধ উপেক্ষা করে শিবপুরে বিজেপি সভাপতি সুকান্ত, মন্ত্রী অরূপ রায়ের যাওয়া নিয়ে প্রশ্ন – sukanta majumdar bjp state president reached at howrah shibpur which stir controversy


রামনবমী অর্থাৎ বৃহস্পতিবার ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে হাওড়া শিবপুরের একাংশে। ঘটনার তিন দিন পর অশান্ত এলাকা পরিদর্শনে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ, পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাওড়ার অশান্ত অঞ্চলে প্রবেশ বিজেপি সভাপতির। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত ভট্টাচার্য।

বৃহস্পতিবারের ঘটনার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে হাওড়া শিবপুর। তাঁর মধ্যেই রবিবার সুকান্ত ভট্টাচার্যের শিবপুর যাওয়ায় নতুন করে শোরগোল। শিবপুরে এখনও জারি ১৪৪ ধারা। সেই এলাকায় যেতে চাইবলে দ্বিতীয় হুগলি সেতুর উপর সুকান্ত ভট্টাচার্যকে আটকানোর চেষ্টা করে পুলিশ। পরে ব্যারিকেড সরিয়ে তিনি হাওড়ায় শিবপুরের ভড় পাড়ায় শীতলা মন্দিরে পৌঁছন। হাওড়ার ব্যাতাইতলায় স্থানীয় বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেন।উপস্থিত ছিলেন বিজেপি হাওড়া সদরের সভাপতি মনি মোহন ভট্টাচার্য ও অন্যান্য কর্মীরা।

Ram Nabami Violence Update: শিবপুরে ঘটনায় রাজ্যপালকে ফোন অমিত শাহের, কড়া বিবৃতি রাজভবনের
শিবপুর জি টি রোডে শান্তা সিং মোড়ে আটকানো হয় সুকান্ত মজুমদারকে। ব্যারিকেড করে বিশাল পুলিশ মোতায়েন এলাকায়। ১৪৪ ধারা রয়েছে, তাই যাওয়া যাবে না বলে জানায় পুলিশ। সেখান থেকে কাজিপাড়ায় যেতে চাইলে পুলিশ তাঁকে বাধা দেয়। তাঁকে জানানো হয় ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। কাজিপাড়ায় আহত কর্মী ও হাসপাতালে চিকিৎসাধীন জখমদের সঙ্গে দেখা করতে চাইলে তাঁকে বাধা দেয় পুলিশ।

C V Ananda Bose : ‘হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে’, হিংসার ঘটনা নিয়ে আশ্বাস রাজ্যপালের

বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, ”মন্ত্রী অরূপ রায়কে যেতে দিলে তাঁকে যেতে দিতে বাধা কোথায়? অরূপ রায়ের কাছে কি অতিরিক্ত সাংবিধানিক অধিকার আছে? আমার যাওয়ার জন্য যদি পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকে তবে মন্ত্রীর বেলাতেও তাই ছিল। তাঁকে কীভাবে অনুমতি দেওয়া হল? তিনি কী ভাবে গেলেন?” এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সুকান্ত প্রশ্ন তোলেন, ”১৪৪ ধারা জারি থাকলে মন্ত্রী গেল কী করে? আমি রাজ্যপালের কাছে অভিযোগ জানাব।”

সুকান্ত মজুমদারের জানান, ”পুলিশ পক্ষপাতদুষ্ট। পুলিশ কেন শাসক দলের প্রতি পক্ষপাতদুষ্টতা করছে তা সিপি কাছে জানতে চাইব।” বাধা পেয়েই ক্ষোভ উগরে দেন তিনি।

Howrah Shibpur News : ক্রমেই স্বাভাবিক শিবপুর, তদন্ত শুরু করল সিআইডি

বৃহস্পতিবার হাওড়ার শিবপুর ও কাজীপাড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। আক্রান্ত সেই এলাকায় যেতে বাধা পেয়ে গাড়ি ঘুরিয়ে হাওড়ারই একটি অন্য অঞ্চলে আক্রান্ত মানুষদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের খোঁজখবর নেন, অভাব অভিযোগ শুনুন।

Mamata Banerjee : ‘পার্ক সার্কাসেও চেষ্টা হয়েছিল…’, হাওড়ায় পুলিশের ব্যর্থতাকে কাঠগড়ায় তুললেন মমতা

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আহতদের সঙ্গে কথা বলার পর অভিযোগ জানান, ” হাওড়া শিবপুরে বিজেপি নেতাদের ভয় দেখানো হচ্ছে।” এলাকায় দলের এক কার্যকর্তা কুন্তল দাস ঘটনার দিন গুরুতর আহত হন। তাঁর অবস্থা নিয়েও উদ্বেগ শোনা যায় তাঁর গলায়। এদিন তিনি অভিযোগ করেন, ” শিবপুরের যে ঘটনা ঘটেছে তা ওয়েব সিরিজে দেখা যায়। রাজ্যে আইনশৃঙ্খলা এখন ভয়ংকর জায়গায় পৌঁছেছে। রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিলেও তাতে কোন আস্থা নেই। যেহেতু বোমা ফেটেছে সেই কারণে এনআইএ কে দিয়ে তদন্ত করাতে হবে। অথবা সিবিআইকে তদন্তভার দিতে হবে। ”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *