Recruitment Scam : এসএসসি-র প্রশ্ন ভুলে বিড়ম্বনা, অবসরের মুখে স্বীকৃতি শিক্ষিকা – ssc scam nadia teacher getting permanent job in school reaching at the age of retirement


স্নেহাশিস নিয়োগী
বয়স ষাট হতে বাকি মোটে ছ’মাস। অবসর দোরগোড়ায়। এতকাল নিরাশায় ডুবে থেকে, একটানা লড়াই চালিয়ে কর্মজীবনের সায়াহ্নে মিলতে চলেছে স্কুল-শিক্ষকতার পাকা চাকরি! আনন্দ আর হতাশা মিশে যাচ্ছে নদিয়ার মাজদিয়া রেলবাজার হাইস্কুলের বাংলার পার্শ্বশিক্ষিকা অর্চনা বসুর (ধর) জীবনে। আনন্দ, এত দিনে তাঁর বাবা ডাক্তার কেশবলাল ধরের স্বপ্ন সফল হতে চলেছে।

SSC Recruitment : প্রশ্ন ভুলে ফের চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের
বাবা চাইতেন, মেয়ে স্কুলে পড়ান। আনন্দ এ কারণেও, কেননা, লম্বা লড়াই শেষে সুড়ঙ্গের শেষে আলো জ্বলেছে। তা বলে হতাশাও কি কম! স্কুলে পাকা চাকরি শুরু করতেই না-করতেই যে ফুরিয়ে যাবে নিমেষে। ৩০ সেপ্টেম্বরেই যে ৬০ ছুঁয়ে ফেলবেন অর্চনা! মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশন প্রায় এক যুগ আগে ২০১২-র ২৯ জুলাই টেট ও বিষয়ভিত্তিক পরীক্ষা নিয়েছিল। তখনই অবশ্য অর্চনার বয়স ৪৮-এর আশেপাশে। কিন্তু দীর্ঘকাল, সেই ২০০৪ থেকে তিনি পার্শ্ব-শিক্ষকতায় যুক্ত থেকেছেন।

OMR Sheet : প্রায় ৮ হাজার ওএমআর বিকৃতিতেও কি নীলাদ্রি?
এসএসসির নিয়মেই স্কুলে নিয়োগে পার্শ্বশিক্ষকদের জন্যে কিছু আসন নির্দিষ্ট থাকে বয়স-নিরপেক্ষ ভাবে। কিন্তু টেটের ফলে অবাক হয়ে যান অর্চনা। তিনি নাকি অল্পের জন্যে উতরোতে পারেননি। অথচ, পরীক্ষা ভালোই দিয়েছিলেন। হার মানতে রাজি ছিলেন না। তিনি দেখেছিলেন, ভাষা বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্র এবং চাইল্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগগি বিষয়ে একাধিক প্রশ্নের ভুল উত্তর ছিল এমসিকিউ বুকলেটে।

Recruitment Scam : ‘সিবিআই এখন সেন্ট্রাল ব্যুরো অফ ইনকম্পিটেন্সি?’
কিছু প্রশ্ন ছিল সিলেবাস-বহির্ভূতও। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে আরও অনেকের সঙ্গে মামলা করেন অর্চনা। ২০১৯ সালেই প্রয়াত বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় দু’টি ভাষাপত্রে টেট-এর প্রশ্নের উত্তর ভুল বলে রায় দেন। তখন অনেকের চাকরি হয়েছিল। গত বছর বিচারপতি রাজাশেখর মান্থা চাইল্ড ডেভলপমেন্ট অ্যান্ড পেডাগগি বিষয়েও প্রশ্নের উত্তর ভুল মামলায় আবেদনকারীদের পক্ষেই রায় দেন। তিনি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেন।

Recruitment Scam : প্রাথমিকের ৪৩ হাজার শিক্ষকেরই চাকরি প্রশ্নে
সেই রায়ের পর গত নভেম্বর ও চলতি বছর জানুয়ারিতে ৬৩ জনের ইন্টারভিউ নেয় এসএসসি। ইতিমধ্যে ৪৩ জনের নিয়োগ-প্যানেলও তৈরি করেছে কমিশন। সেই তালিকায় ১৩ নম্বরে নাম রয়েছে অর্চনার। শুক্রবার বিচারপতির মান্থা নির্দেশ দেন, প্রশ্নের উত্তর ভুল মামলায় এসএসসি যাঁদের যোগ্য বলে মেনেছে, তাঁদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে।

Recruitment Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
তখন এসএসসি স্বতঃপ্রণোদিত ভাবেই জানায়, প্যানেলের ১৩ নম্বরে থাকা প্রার্থীর বয়স ৬০-এর মুখে। বিচারপতি নির্দেশ দেন, ৫ এপ্রিলের মধ্যে অবসরের মুখে থাকা ওই প্রার্থীর বাড়ির কাছাকাছি স্কুলে শূন্যপদ খুঁজে স্কুলশিক্ষা কমিশনার এসএসসি-র কাছে পাঠাক। তারা দ্রুত সুপারিশপত্র ও মধ্যশিক্ষা পর্ষদ সেই মতো অবিলম্বে নিয়োগপত্র দিক চাকরিপ্রার্থীকে।

এসএসসি-র চেয়ারপার্সন সিদ্ধার্থ মজুমদার শনিবার বলেন, ‘ওই প্রার্থী আমাকে একদিন ফোন করে বলেন, তাঁর ৬০ বছর হতে কয়েক মাস মাত্র বাকি। আমি সেই প্রেক্ষিতেই শুক্রবার আদালতে বিচারপতিকে জানাই, যে ওই প্রার্থীর বিষয়টিতে দ্রুত কার্যকরী পদক্ষেপের নির্দেশ হলে এই বয়সে তিনি খুশিই হবেন। বিকাশ ভবন থেকে ইতিমধ্যে ওই শিক্ষিকার ক্ষেত্রে শূন্যপদের আশ্বাসও মিলেছে।’

SSC Recruitment Scam : নবম-দশম শ্রেণির শিক্ষিকদের চাকরি বাতিল মামলা: CBI-কে নোটিশ জারি করে বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট
অর্চনার কথায়, ‘আমি যে স্কুলে নিজে পড়াশোনা করেছিলাম, মাজদিয়ার সেই রেলবাজার হাইস্কুলেই বাংলার পার্শ্বশিক্ষক হিসাবে যোগ দিই ২০০৪-এর ৯ অগস্ট। ২০১২-য় এসএসসি-র টেট ও বিষয়ভিত্তিক পরীক্ষায় বসি। নিশ্চিত ছিলাম, চাকরি পাবই। কিন্তু প্রশ্নের উত্তর ভুলের কারণেই চাকরি পেতে এই বিলম্ব।’ তবে সরকারি নিয়মে ১০ বছরের কম চাকরি হলে অবসরকালীন সুযোগ-সুবিধা মেলে না। এ নিয়ে উদ্বিগ্ন অর্চনা বলেন, ‘মাজদিয়া বাজারে আমার স্বামীর ছোট্ট বইয়ের দোকান। এক দশকেরও বেশি সময় ধরে আইনি লড়াই লড়তে গিয়ে আমরা কপর্দকশূন্য হয়ে পড়েছি। তা হলে খাব কী? বাঁচব কী করে!’

Tapas Saha Recruitment Scam: ‘ও সাদা চামড়ার মহিলা…,’ নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব মহিলা নেত্রীকে আক্রমণ তৃণমূল বিধায়কের
পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্রর অবশ্য বক্তব্য, ‘এসএসসি-র ভুলেই উনি নির্দিষ্ট সময়ে চাকরি পাননি। তাই সরকারের উচিত, ওঁর পেনশনের ব্যবস্থা করা। তা না হলে উনি ফের আদালতের গেলে সুরাহা পাবেন বলেই মনে হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *