Recruitment Scam Shantanu Banerjee: ইডির সিল করা ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকলেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা, প্রমাণ লোপাটের আশঙ্কা বিরোধীদের – shantanu banerjee wife break enforcement directorate seal and enter in flat


ইডির সিল করা তালা ভেঙে ফ্ল্যাটের ভেতরে ঢুকলেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা। আজ রবিবার বিকালে হঠাৎই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের চুঁচুড়া জগুদাসপাড়ার ফ্ল্যাটে আসেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। অয়ন শীলের এবিএস টাওয়ারে যে ফ্ল্যাট রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, সেই ফ্ল্যাটের দরজা ইডির তরফে সিল করে দেওয়া হয়েছিল। সেই ফ্ল্যাটে দরজা আজ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী খুলে ভেতরে ঢোকেন।তাঁর দাবি, এটা তাঁর ফ্ল্যাট এবং ইডির তরফ থেকে তিনি অনুমতি নিয়েই দরজা খুলেছিলেন। গত ১৮ মার্চ অয়ন শীলের ফ্ল্যাটে আসে ইডি আধিকারিকরা। সেখানে টানা, ১১ ঘন্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখান থেকে বেরিয়ে যাবার সময় তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটটি সিল করে দিয়ে যান ইডি আধিকারিকরা। আজ সেই ফ্ল্যাটে তালা ভেঙে ভেতরে ঢোকেন তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তাঁর সঙ্গে আরও দুজন লোক রয়েছে, তারা হলেন মিস্ত্রি।

Shantanu Banerjee Recruitment Scam: শান্তনুর রিসর্টের কাছেই গঙ্গায় মিলল এক বান্ডিল দলিল, হুগলিতে চাঞ্চল্য

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কান্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বলাগড়ের বহিষ্কৃত যুব তৃণমূলের নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। এক সময় বলাগড়ের বেতাজ বাদশা হিসেবেই পরিচিত ছিল এই শান্তনু । নিয়োগ দুর্নীতিতে নাম জানানোর পরেই তার নামে বেনামী একের পর এক সম্পত্তির খোঁজ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চুঁচুড়া জগুদাসপাড়ায় আরও শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ পায় ইডি আধিকারিকরা।

Recruitment Scam : ‘অয়ন ১০০০ চাকরিপ্রার্থীর থেকে তোলেন ৪৫ কোটি!’ রক্তাক্ত হৃদয়ে কাঁদতেন রবি ঠাকুর: এডুলজি

নাম জড়ায় শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলেরও। তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়ে তাকেও ইডি গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তার ফ্ল্যাটটি সিল করে দিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এদিন সেই ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা । যদিও শান্তনুর স্ত্রীয়ের দাবি, এটা তাঁর ফ্ল্যাট এবং ইডির তরফ থেকে তিনি অনুমতি নিয়েই দরজা খুলেছেন। আর এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইডির তরফ থেকে এভাবে সিল করা তালা ভাঙার মৌখিক অনুমতি পেলেন কী করে?

Ayan Sil Recruitment Scam: টাকা না দেওয়ায় যোগ্য হয়েও চাকরির প্যানেল থেকে বাদ নাম, প্রকাশ্যে অয়ন শীলের নয়া কীর্তি!

অন্যদিকে, দিন কয়েক আগে শান্তনুর বলাগড়ের রিসর্টের পিছনে এক বান্ডিল অনামী দলিল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মনে করা হয়, দলিলের বান্ডিল কেউ গঙ্গায় ফেলে দিয়েছিল। স্থানীয়দের দাবি, কাছাকাছি জায়গা থেকে প্রমাণ লোপাটে দলিলগুলি গঙ্গায় ফেলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দলিলে নাম ছিল না কারও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *