Ticket Checker : কোটি টাকা জরিমানা আদায় কতটা চ্যালেঞ্জিং? মুখ খুললেন সাঁতরাগাছির টিটি – pintu das piyush kumar two ticket checking staff of south eastern railway collect 1 crore fine in past financial year


জোড়া ‘সুপারস্টার’, গত অর্থবর্ষে বিনা টিকিটে সফর করা যাত্রীদের থেকে এক কোটি টাকা জরিমানা আদায় করে তাক লাগিয়ে দিলেন দক্ষিণ পূর্ব রেলের দুই টিকিট চেকার (TT)। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব রেলের তরফে তাঁদের সম্মানিত করা হয়েছে। এই দুই TT-র নাম পিন্টু দাস এবং পীযূষ কুমার।

Howrah News : ১ কোটি জরিমানা আদায়! রেকর্ড সাঁতরাগাছির টিটি পিকে দাসের
পিন্টু দাস খড়গপুর ডিভিশনে কর্মরত। তিনি ১১ হাজার ৮৬১ জন যাত্রীর থেকে এক কোটি টাকা জরিমানা সংগ্রহ করেছেন। অন্যদিকে, রাঁচি ডিভিশনে কর্মরত পীযূষ। তিনি সংগ্রহ করেছেন ১ কোটি টাকারও বেশি। তিনি ১১ হাজার ৬৫৭ জন যাত্রীর থেকে ফাইন সংগ্রহ করে এই অর্থ রেলের ভাঁড়ারে এনে দিয়েছেন বলে জানা গিয়েছে।

Indian Railways: বিনা টিকিটের যাত্রী ধরে জরিমানা 1 কোটি! দেশে প্রথমবার অনন্য নজির লেডি টিটির
পীযূষ এবং পিন্টু, দুই টিকিট চেকারদের ভূয়সী প্রশংসা শোনা দিয়েছে তাঁদের সহকর্মীদের কণ্ঠে। পীযূষের এক সহকর্মী বলেন, “একেবারে নির্ধারিত সময়ে তিনি কাজে যোগ দেন। প্রতিটি সহযাত্রীর সঙ্গে অত্যন্ত ভালোভাবে কথা বলেন। টিকিট দেখানোর জন্য অনুরোধ করেন। কিন্তু, কেউ বিনা টিকিটে সফর করলে নিয়ম মোতাবেক জরিমানা করেন তিনি।” ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে তাঁদের সম্মানিত করা হয়েছে।

Indian Railways: সিনিয়র সিটিজেনদের প্রতি সদয় রেল! ভাড়ায় ভর্তুকি, কনফার্ম লোয়ার বার্থ-পাওয়া যায় আর কী কী সুবিধা?
পিন্টু দাস বলেন, “এই কাজ করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর দিয়েছিলান। আমাকে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ অনেক সাহায্য করেছেন। কখনও কোনও সমস্যায় পড়লে তাঁরা আমাকে পথ দেখিয়েছেন। সকলের সাহায্য পাওয়ার পরেই আমি এই অর্থ সংগ্রহ করতে পেরেছি। আমি চাই নিজের ডিভিশনকে এগিয়ে নিয়ে যেতে।”

Paharganj Halt : রাতারাতি বর্ধমান-রামপুরহাট শাখার এই স্টেশনের ‘নাম বদল’, অবাক যাত্রীরা! পরে জানা গেল ‘রহস্য’
পীযূষ কুমারেরও কিছুটা একই মন্তব্য। তিনি বলেন, “সততার সঙ্গে নিষ্ঠাভরে আমি কাজ করি। কারও সঙ্গে কোনও দুর্ব্যবহার অজ্ঞাতেও না করে ফেলি সেই দিকে বিশেষ নজর রাখি।”

Garia To Ruby Metro : রুবি থেকে এক টিকিটেই টালিগঞ্জ-দক্ষিণেশ্বর, কবে শুরু মেট্রো? ভাড়াই বা কত?
এই প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের আধিকারিক রাজেশ কুমার বলেন, “এই বছর আমাদের ডিভিশন অনেক বেশি আয় করেছে। প্রতিটি স্টেশনে আমাদের টিকিট চেকাররা রয়েছেন। সাঁতরাগাছি স্টেশনের টিকিট চেকার একা ১ কোটি টাকা গত অর্থবর্ষে ফাইন করেছেন। আমি সমস্ত যাত্রীদের কাছে অনুরোধ করব যাতে তাঁরা উপযুক্ত টিকিট নিয়ে ট্রেনে ওঠেন। না হলে রেল তাঁদের জরিমানা করে নিয়ম মেনে।”

উল্লেখ্য, যাতে কোনও যাত্রী বিনা টিকিটে যাত্রা না করেন সেজন্য রেলের তরফে একাধিক সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *