Trinamool Congress : তৃণমূল দফতরে নেতাদের নতুন ‘রস্টার’ – new roster’of leaders in trinamool office


এই সময়: তৃণমূল ভবনে দলের নেতা-মন্ত্রীদের উপস্থিত থাকার রস্টারে রদবদল করলেন জোড়াফুল নেতৃত্ব। একই সঙ্গে তৃণমূলের শাখা সংগঠন, বিভিন্ন সেলের নেতৃত্বে যাঁরা রয়েছেন, তাঁদেরও তৃণমূল ভবনে উপস্থিতি থাকার ক্ষেত্রে কিছু অদলবদল করা হয়েছে। রাজ্যের প্রথম সারির মন্ত্রীদের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রতি বুধবার বিকেলে তৃণমূল ভবনে বসে দলীয় কাজ করতেন।

Abhishek Banerjee : মিলল অনুমতি, অভিষেকের সভা শহিদ মিনারেই
কিন্তু শিক্ষা দপ্তরের কাজের চাপ সামলে সে দিন তৃণমূল ভবনে উপস্থিত হতে ব্রাত্যর সমস্যা হচ্ছিল। তাই এখন থেকে শুক্রবার তৃণমূল ভবনে বসবেন শিক্ষামন্ত্রী। তৃণমূল সরকারের প্রথম সারির মন্ত্রীদের মধ্যে শনিবার দলের দপ্তরে থাকবেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্পমন্ত্রী শশী পাঁজা, সেচমন্ত্রী পার্থ ভৌমিক তৃণমূল ভবনে বসবেন বৃহস্পতিবার। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার হাজির থাকবেন।

Tapash Roy TMC : ‘বদমাশগুলোকে আটকাতে পারলে এই পরিস্থিতি হত না’, বিস্ফোরক তাপস রায়
রাজ্যের প্রথম সারির এক মন্ত্রীর কথায়, ‘কয়েকজন মন্ত্রী, সাংসদ, শাখা সংগঠনের নেতৃত্বের রস্টারে অদলবদল হয়েছে। অনেকেই সুব্রত বক্সীকে হাজিরার দিনবদলের অনুরোধ করেছিলেন।’ তৃণমূল সাংসদদের মধ্যে মালা রায়, শান্তনু সেন, দোলা সেন, শুভাশিস চক্রবর্তী সপ্তাহের একাধিক দিন তৃণমূল ভবনে থাকবেন।

Arjun Singh : পঞ্চায়েতে ISF কোনও ফ্যাক্টর নয়: অর্জুন সিং
যুব তৃণমূলের সায়নী ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের তৃণাঙ্কুর ভট্টাচার্য, আইএনটিটিইউসি-র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, খেতমজুর সংগঠনের পূর্ণেন্দু বসু সপ্তাহের একাধিক দিন তৃণমূল ভবনে বসে সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। শাখা সংগঠনের নেতৃত্বের পাশাপাশি তৃণমূলের সংখ্যালঘু সেলের তরফে হাজি নুরুল ইসলাম, এসসি-ওবিসি সেলের পক্ষে তাপস মণ্ডল, হিন্দি সেলের তরফে বিবেক গুপ্তাকে রাজ্য দপ্তরে বসতে বলা হয়েছে।

Mamata Banerjee Dharna: গানে গানে ধরনা মঞ্চে সকাল শুরু, কাগজ পড়া থেকে ছাত্রজীবনের গল্পে হালকা মুডে মুখ্যমন্ত্রী
অন্য দিকে, কার্তিক বন্দ্যোপাধ্যায় জয়হিন্দ বাহিনীর শীর্ষনেতা হিসেবে প্রতি শনিবার তৃণমূল ভবনে থাকবেন। এ ছাড়া ওয়েবকুপা, তৃণমূলের বুদ্ধিজীবী শাখার নেতৃত্বকেও সপ্তাহে অন্তত একদিন রাজ্য দপ্তরে বসে কাজ করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *