Agnimitra Paul : ‘রাজ্যের আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে’, রাজ্য সরকারকে তোপ অগ্নিমিত্রার – bjp mla agnimitra pal criticized west bengal goverment


West Bengal News : দু’দিন আগেই ঘটে গিয়েছে দুর্গাপুরের ব্যবসায়ী রাজু ঝা’র হাড়হিম করা হত্যাকাণ্ড। আর সেই হত্যার পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক কচকচানি ও চাপানউতর। এবার সেই হত্যাকাণ্ডকে নিয়ে রাজ্য সরকারকে তুমুল আক্রমন করলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুধু তাই নয়, এদিন রাজু ঝা’র হত্যাকাণ্ড নিয়ে বলতে গিয়ে তিনি টেনে আনেন তিলজলার নাবালিকার হত্যাকাণ্ড ও হাওড়ায় রামনবমীর মিছিলে হামলার প্রসঙ্গও।

সোমবার এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন, “শক্তিগড়ের ল্যাংচা হাবের যথেষ্ট সুনাম রয়েছে। এই জায়গায় জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রচুর মানুষ খাবার খেতে দাঁড়ান। আর সেখানেই সবার মাঝে এক ব্যবসায়ীকে পরপর গুলি করে খুন করে দেওয়া হল। এর দায় কে নেবে! এর ফলেই বোঝা যাচ্ছে রাজ্যের আইন-শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে।”

Babul Supriyo Raju Jha Shootout: ‘রাজু ঝায়ে যোগদানে দালালি লক্ষ্মণ ঘোড়ুইয়ের…’, জবাবে বাবুলকে ‘তৃণমূলের ব্যাক বেঞ্চার’ খোঁচা BJP বিধায়কের
তিনি আরও বলেন, “শুধু শক্তিগড়ের এই ঘটনাই নয়, কিছুদিন আগে তিলজলাতে এক নাবালিকাকে সকাল ৭টায় গায়েব করে দেওয়া হল। টানা ১৫ ঘণ্টা পুলিশ ওই নাবালিকাকে খুঁজেই পেল না। খুঁজে পেল না কথাটা বলা ভুল, খোঁজার চেষ্টা করেনি পুলিশ। ইচ্ছে করলেই খুঁজতে পারত।” শুধু তাই নয়, তিনি টেনে এনেছেন হাওড়ার প্রসঙ্গও।

বলেন, “হাওড়াতে ইচ্ছাকৃত ভাবে রামভক্তদের ওপরে হামলা চালাল তৃণমূলের দুষ্কৃতীরা। নীরব দর্শক হয়ে রইল পুলিশ। এখানেও চরম গাফিলতি রয়েছে প্রশাসনের। রাজ্যের আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে।” এই কথা বলে তিনি আবার ফিরে আসেন রাজু ঝা’র প্রসঙ্গে। আজকের দিনেই ED-র কাছে হাজিরা দেওয়ার কথা ছিল রাজু ঝা’র।

Dilip Ghosh on Raju Jha: ‘কয়লা কেলেঙ্কারি ঢাকতে মুখ বন্ধ করা হল!’ রাজু ঝা হত্যাকাণ্ডে বিস্ফোরক দিলীপ
সেই কথা নিয়ে অগ্নিমিত্রা বিস্ফোরক দাবি করে বলেন, “রাজু ঝা নিশ্চয়ই ED-র সামনে হাজিরা দিতে গিয়ে কোনও বড় মাথা বা বড় নাম বলতেন। আসানসোলের কোনও বড় নেতা বা মন্ত্রীর নাম হয়ত উঠে আসত। তাই কি পূর্বপরিকল্পনা করে তাঁকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হল?” এই প্রশ্ন তুলেছেন BJP নেত্রী।

তিনি আরও বলেন, “রাজু ঝা কোনোদিন নিজের গাড়ি ছাড়া আর কারোর গাড়িতে চড়তেন না। তাহলে সেদিনই কেন অন্য কারোর গাড়িতে তিনি যাচ্ছিলেন? উনি কোনোদিন গাড়ির সামনে বসতেন না। সেদিনই কেন গাড়ির সামনের আসনে উনি বসেছিলেন?”

Raju Jha Business : খালাসি থেকে কোটি কোটি টাকার সাম্রাজ্য, কী ভাবে উত্থান ‘কয়লা মাফিয়া’ রাজুর?
এসব ঘটনাই পূর্বপরিকল্পিত বলে তিনি দাবি করেন। অগ্নিমিত্রা এই ঘটনার গভীরে যাওয়ার জন্য ও এই হত্যাকাণ্ডে জড়িত থাকা দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *