Anubrata Mondal Birbhum : পাখির চোখ পঞ্চায়েত! BJP-র ‘প্রভাব’ কমাতে বগটুই নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের – birbhum trinamool congress took several steps in district party organization


কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ঘুঁটি সাজানো শুরু করছে। এই অবস্থায় অনুব্রত মণ্ডলহীন বীরভূমে জনসংযোগ বাড়াতে নতুন পদক্ষেপ নিল জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটি। রবিবার কোর কমিটির বৈঠকে বীরভূমের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কোর কমিটি রিজায়ুল শেখকে রামপুরহাট এক নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Birbhum TMC Meet: মমতার নির্দেশের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া কোর কমিটি, অভিযোগ পেলেই শোকজ থেকে বহিষ্কারের হুঁশিয়ারি
রামপুরহাট এক নম্বর ব্লকের মধ্যে বগটুই গ্রাম। সেখানেই ১০ জনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা লালন শেখ ও তাঁর দলবলের বিরুদ্ধে। বগটুইকাণ্ডের পর তৃণমূল নেতা আনারুল শেখ গ্রেফতার হতেই সেখানে বিজেপির প্রভাব বাড়তে শুরু করে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রামপুরহাট এই ব্লকে বিজেপিকে যাতে রাজনৈতিকভাবে আটকানো সম্ভব হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবারের জেলা কোর কমিটি বৈঠকে আরও এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোর কমিটির সদস্য তথা অনুব্রত মণ্ডল বিরোধী বলে পরিচিত তৃণমূল নেতা কাজল শেখকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে ঘুরে সাংগঠনিক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সাঁইথিয়া বিধানসভার মহম্মদবাজারের ছ’টি অঞ্চলের সংগঠন দেখার দায়িত্ব দেওয়া হয়েছে মলয় মুখোপাধ্যায় ও দেবাশিস সাহাকে। বাকি ৬টি অঞ্চলে আনারুল হককে আহ্বায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাঁর সহকারী হিসেবে থাকবে কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

Birbhum TMC Leader : দলের সোশাল মিডিয়া গ্রুপ থেকে আচমকাই লেফ্ট তৃণমূল নেতা, ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব?
বোলপুর শ্রীনিকেতনের ব্লকগুলি মধ্যে নানুর বিধানসভার মধ্যে পড়ে। নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে সেই এলাকাগুলি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি অঞ্চল গুলি দেখবেন ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। অন্যদিকে নলহাটি দুই ব্লকে বিভাস অধিকারীর পরিবর্তে দুই কার্যকরী সভাপতি বেছে নেওয়া হয়েছে। কার্যকরী সভাপতির দায়িত্ব পেয়েছেন আবু জাহের রানা ও শুভাশিস চট্টোপাধ্যায়।

রাজ্যজুড়ে আবাস যোজনা, নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। ইতিমধ্যেই আদালতের রায়ে অনেকের চাকরি গিয়েছে। রাজ্যজুড়ে বাড়তে থাকা অসন্তোষের মধ্যে এবারের পঞ্চায়েতন নির্বাচন শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ। বগটুইকাণ্ড ও গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বীরভূম নিয়ে সংগঠন নিয়ে শাসকদলের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে।

Mamata Banerjee : সোমে জেলা সফরে মুখ্যমন্ত্রী, অধিকারী গড়ে মমতার জোড়া সভা ঘিরে তুঙ্গে তৎপরতা
বীরভূম সফরে গিয়ে জেলার দলের সাংগঠনিকভার নিজের হাতে তুলে নেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী সাত সদস্যের কোর কমিটিও গঠন করেন মুখ্যমন্ত্রী। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে দল বিপর্যয়ের মুখে পড়লে তার দায় যে মমতার উপর পড়বে, তা বুঝতে পারছে তৃণমূল নেতৃত্ব। সেই কারণে এখন থেকে যাবতীয় ক্রটি মেরামতের চেষ্টা করছে জেলা তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *