Baharampur News: সরকারি হোম থেকে আবাসিক নিখোঁজের ঘটনায় হস্তক্ষেপ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের – west bengal commission for protection of child rights intervein in baharampur government home member missing case


বহরমপুরে কাজি নজরুল ইসলাম সরকারি হোমের শিশু নিখোঁজের ঘটনা খতিয়ে দেখতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশন সুদেষ্ণা রায়। ঘুরে দেখলেন হোমের পরিকাঠামো। তবে আবাসিক নিখোঁজ হওয়া নিয়ে যদিও মুখ খোলেননি সুদেষ্ণা রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, হোমের আবাসিকদের নিরাপত্তার জন্যই তিনি কিছু বলবেন না।

গত শুক্রবার স্কুলের পাঁচিল টপকে পালিয়ে যায় বহরমপুরের সরকারি হোমের ১১ জন পড়ুয়া। ওই পড়ুয়ারা সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো হোমের নিরাপত্তা রক্ষীরা ২২ জন পড়ুয়াকে বহরমপুরের এক সরকারি স্কুলে পৌঁছে দিয়ে আসে। প্রথম ক্লাসের পর থেকে হোমের ১১ জন পড়ুয়াকে আর স্কুলে দেখা যায়নি। স্কুলের প্রধান শিক্ষকের দাবি, ছাত্ররা পাঁচিল টপকে পালিয়েছে। শনিবার বহরমপুর থানায় নিখোঁজ ডাইরি করা হয় স্কুল ও হোমের পক্ষ থেকে। তদন্তে নেমে এখনও নিখোঁজ পড়িয়াদের হদিশ মেলাতে পারেনি পুলিশ।

Jalpaiguri News : সরকারি কোরক হোমে রহস্যমৃত্যু বিচারাধীন নাবালকের, তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা CBI-এর

এদিকে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। ঘটনায় প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন অধীর চৌধুরী।সাংবাদিক বৈঠক থেকে অধীর চৌধুরী বলেন, আমার মনে হোমের শিশুদের উপর অত্যাচার হয়। ভালো খাবার দেওয়া হয় না। তাদের যত্ন নেওয়া হয় না। হোমের শিশুদের জন্য বরাদ্দ টাকা মেরে খাওয়ারও অভিযোগ এনেছেন অধীর চৌধুরী।

ঘটনায় তোলপাড় শুরু হয়েছে প্রশাসন মহলে। এদিন পুরো বিষয়টি খতিয়ে দেখতে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশন সুদেষ্ণা রায়। ঘুরে দেখেন হোমের পরিকাঠামো। হোম কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। বেরিয়ে আসার সময় সুদেষ্ণা রায়কে প্রশ্ন করা হলে তিনি জবাব এড়িয়ে যান।

Durgapur News : বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে উলঙ্গ করে মারধর! দুর্গাপুর হোমের ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

বহরমপুরের কাজী নজরুল ইসলাম সরকারি হোমে ৬২ জন আবাসিক থাকতেন এতদিন। বৃহস্পতিবার ৩০ মার্চ প্রতিদিনের মতো হোমের ২০ জন আবাসিক পাশের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে যায়। দ্বিতীয় ক্লাসের পরে হোমের এক ছাত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানায়, তাদের হোমের কয়েকজন স্কুলে নেই। খোঁজ নিয়ে দেখা যায় বেপাত্তা ১১ জন। পুলিশের অনুমান, ১১ জনই পাঁচিল টপকে পালিয়ে গিয়েছে।

Bahrampur News : দ্বিতীয় পিরিয়ডের পরই হাওয়া, স্কুলে এসে পাঁচিল টপকে পালাল হোমের ১১ ছাত্র

হোমের গার্ড পরিমল ঘোষ ঘটনার পর জানিয়েছিলেব, “হোমের অনেক ছাত্রই পাশের স্কুলে পড়াশোনা করে। স্কুল শেষ হওয়ার পরে সময় মতো তারা আবার হোমেও ফিরে আসে। কিন্তু ঘটনার দিন তারা ফিরে আসেনি।” এবিষয়ে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ। তাও এখনও খোঁজ মেলেনি নিখোঁজ আবাসিকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *