করোনার প্রকোপ কমতেই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে বুস্টার ডোজ় নেওয়ার প্রবণতায় ভাটার টান রাজ্যে। তবে সপ্তাহখানেক ধরেই দেশের পাশাপাশি রাজ্যেও ফের বাড়তে শুরু করেছে করোনা। এই পরিস্থিতিতে ফের বুস্টার নেওয়ার ক্ষেত্রে আমজনতার আগ্রহ বাড়বে। এমনটাই মনে করছে স্বাস্থ্যভবন। তবে সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো অবস্থা রাজ্যের নেই।
কারণ, টিকার ভাঁড়ার এই মুর্হূতে প্রায় শূন্য। সে কারণেই চাহিদা অনুযায়ী টিকার জোগানের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে রাজ্য চিঠি দিতে চলেছে বলে সরকারি সূত্রে খবর। অতীতের অভিজ্ঞতার কথা মাথায় রেখে কেন্দ্রের কাছে ৫ লক্ষ ডো়জ কোভিশিল্ড এবং ৭৫ হাজার ডোজ় ক্যোভাক্সিন চাওয়া হবে বলেই ঠিক হয়েছে। রাজ্যে করোনা টিকাকরণ কর্মসূচির সঙ্গে যুক্ত এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘মাঝে টিকা নেওয়ার লোক ছিল না।
ফলে যা টিকা ভাঁড়ারে ছিল, তা যাতে মেয়াদ উত্তীর্ণ হয়ে না-যায়, আমরা তাই সেগুলো দিল্লি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। তবে সংক্রমণ বাড়ায় চাহিদা বাড়তে পারে, সে কথা মাথায় রেখে আমরা পর্যাপ্ত টিকার আর্জি জানাব কেন্দ্রের কাছে। কারণ, আমাদের হাতে টিকা প্রায় নেই।’ তিনি জানান, চলতি সপ্তাহেই এ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি দেওয়া হবে স্বাস্থ্যভবনের তরফে।
করোনা সংক্রমণের সময়ে রাজ্যে দৈনিক ৬-৭ লক্ষ মানুষের টিকাকরণ হতো। একদিনে প্রায় ১৪ লক্ষ টিকাকরণের নজিরও রয়েছে। সেখানে জানুয়ারি মাসের শেষ দিন থেকে বুস্টার প্রাপকের সংখ্যা নেমে এসেছে ২০০-৫০০ মধ্যে। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, করোনার প্রকোপ কমতেই সময় পেরিয়ে যাওয়ার পরেও অনেকেই নিচ্ছেন না বুস্টার ডোজ়।
সে কথা মাথায় রেখেই চলতি বছরের জুলাই ও অগস্টে মেয়াদ শেষ হবে, এমন ১০ লক্ষ ডোজ় কোভিশিল্ড ৩০ জানুয়ারি দিল্লি হয়ে পাঠানো হয়েছিল পাটনায়। হায়দরাবাদেও ওই একই সময়ে পাঠানো হয় ২.৫ লক্ষ ডোজ় কোভিশিল্ড। টিকা থাকলেও তা নেওয়ার লোক ছিল না, তাই মেয়াদ শেষ হয়ে যাবে, এই আশঙ্কা থেকে ভিন রাজ্যে টিকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি যে দেড় লক্ষ কোভিশিল্ড রাখা হয়েছিল, তার মধ্যেও মাত্র ১ লক্ষ টিকা ব্যবহার হয়েছে। বাকি ৫০ হাজার ডোজ় টিকা ৩১ মার্চ নষ্ট হয়েছে।
চিকিৎসক দীপক দাস বলছেন, ‘করোনা এখনও পুরোপুরি বিদায় নেয়নি। দেশে এখনও করোনায় মৃত্যু হচ্ছে। তাই করোনার সঙ্গে লড়াই করতে বুস্টার অত্যন্ত জরুরি।’ স্বাস্থ্য দপ্তরেরও এ বিষয়ে জোরদার প্রচার করা জরুরি বলে মনে করছেন তিনি।