Dev Hiran : ‘হিরণ ভালো ছেলে…’, BJP বিধায়ককে পালটা দেবের – dev spoke about hiran chatterjee


এই সময়: বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের তোলা অভিযোগের কড়া জবাব দিলেন তৃণমূলের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। সপ্তাহখানেক আগে খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ অভিযোগ করেছিলেন, দেব দুর্নীতিতে জড়িত। তিনি গোরুপাচার মামলায় ধৃত এনামুলের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন বলেও দাবি করেছিলেন হিরণ।

Chiranjit on Hiran : ‘ও তো কালীদাস! ছবিতে অভিনয় করত বলে শুনেছি…’, হিরণকে তীব্র কটাক্ষ চিরঞ্জিতের
তিনি বলেছিলেন, ‘ধৃত এনামুলের টাকায় সিনেমা তৈরি করেন দেব।’ সেই দাবি খণ্ডন করে তথ্য-প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেব। রবিবার এই প্রসঙ্গে ঘাটালের তৃণমূল সাংসদ বলেন, ‘তথ্যপ্রমাণ থাকলে সিবিআই, ইডির কাছে যান। গোয়েন্দাদের কাছেও এত তথ্য নেই, যা হিরণের কাছে আছে।’ তাঁর সংযোজন, ‘কোনওদিন অন্য কাউকে ছোট করে নিজেকে বড় করায় বিশ্বাস করি না।’

Saayoni Ghosh : ‘নমক হারাম! দরজা খোলা হয়নি বলেই এত রাগ’, হিরণকে আক্রমণ সায়নীর
হিরণকে ‘ভালো ছেলে’ সার্টিফিকেট দিয়ে দেব বলেন, ‘বাকস্বাধীনতা সবার আছে। এই দেশে, এই রাজ্যে যে যা খুশি বলতে পারে। আমাকে নিয়ে বললেও আমার কিছু এসে যায় না।’ এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য এদিন হিরণকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি। মেসেজেরও জবাব দেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *