Dilip Ghosh : ‘সংখ্যালঘু ভোট ফেরানোর জন্য গণ্ডগোল হচ্ছে?’ রিষড়ায় অশান্তির ঘটনায় তৃণমূলকে নিশানা দিলীপের – dilip ghosh attacks trinamool congress over rishra clash around ram navami rally


Rishra Clash : সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের থেকে সরে গিয়েছে। সে কারণেই রাম নবমী নিয়ে রাজনীতিতে নেমেছে তাঁরা। রাজ্যের শাসকদলকে সরাসরি নিশানা দিলীপ ঘোষের। তৃণমূল কংগ্রেস ‘গুণ্ডা’ দিয়ে রাজনীতি করতে চাইছে বলে মত তাঁর। উল্লেখ্য, রিষড়ার ঘটনা নিয়ে বিজেপিকে চূড়ান্ত আক্রমণ করতে দেখা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি ‘ক্রিমিনালের দল’ বলেও কটাক্ষ করেন কল্যাণ।

Dilip Ghosh: রাহুলের মতো পরিণতি হবে মমতার, বেছে রাখুন পরবর্তী মুখ্যমন্ত্রী কে: দিলীপ
তারই পালটা জবাবে এদিন দিলীপ বলেন, “১২ বছর ধরে আমি রিষড়া যাচ্ছি। উনিও তো সাংসদ ছিলেন। কোনও দিন তো গণ্ডগোল হয়নি। আজ কেন হচ্ছে? গোটা রাজ্য জুড়ে কেন হচ্ছে? সংখ্যালঘু ভোট ফিরিয়ে আনার জন্য? নাকি ভয় দেখানোর জন্য?”

BJP West Bengal : ‘দিদিগিরি চলবে না… হিসেব দিতেই হবে’, চরম হুঙ্কার দিলীপের
পরিস্থিতি ঘুরতে বেশি সময় লাগবে না বলেও দাবি তাঁর। দিলীপের কথায়, হিন্দু সমাজ যদি ধার্মিক উৎসব পালন করতে না পারে, তারাও ভাববে আপনাদের (তৃণমূল কংগ্রেস) সম্পর্কে। গুণ্ডাদের এগিয়ে দিয়ে রাজনীতি বেশিদিন চলতে পারে না। রিষড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রাজ্যপালের ফোন কথা হয়। বিষয়টি নিয়ে রাজ্যপাল তাঁর কাছ থেকে খোঁজ নিয়েছেন বলে জানান তিনি।

Ramnabami Rishra Clashes: শিবপুরের পর এবার রিষড়া, রামনবমীর মিছিলে ঘিরে তুমুল অশান্তি- জ্বলল আগুন
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা বাতিল নিয়েও এদিন সরব হন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি পুলিশ। সে সম্পর্কে দিলীপ বলেন, “নেহাত রামনবমী বলে দিতে বাধ্য হয়েছিল ধার্মিক সেন্টিমেন্ট আছে বলে। নাহলে আমাদের কর্মসূচিতে ওরা অনুমতি দেয়না।” তাঁর মতে, বিজেপি সভা করলে সেখানে হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়ছে। আর তৃণমূল কংগ্রেস এতকিছু করেও লোক টানতে পারছে নাসে।

Dilip Ghosh : ‘দুটো নাম বলুন যাঁদের নিয়োগ করেছি’, তৃণমূল নেতাকে চ্যালেঞ্জ দিলীপের
গত বুধবার ধর্মতলায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের সভাতেও তেমন ভিড় হয়নি বলেও কটাক্ষ দিলীপের। তিনি বলেন, “সেদিন খোকাবাবুর ধরনা মঞ্চে মেরেকেটে ৫০-১০০ লোক হয়েছিল। ওরা চিত্র বুঝে গিয়েছেন। তাই ঘেঁটে দিতে চাইছেন।”

Ram Navami Rishra Violence : এবার অশান্তি রিষড়ায়, কড়া বার্তা রাজ্যপালের, জারি ১৪৪ ধারা
সোমবার সকালের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার আগে রাজ্যের শাসক দলকে একের পর এক ইস্যুতে আক্রমণ করেন তিনি। সম্প্রতি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি রাম নবমী নিয়ে ‘শকুনের রাজনীতি’ করছে বলে মন্তব্য করেন। তার পালটা দিলীপ বলেন, “সারা বছর মানুষ রামকে নিয়ে মেতে থাকে। ভারত রামের জায়গা। এখানে চলবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *